ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে সাবিনা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
ভিসা জটিলতা কাটিয়ে ভারতে সাবিনা ফাইল ছবি

ভিসা জটিলতায় ভারতের লিগে খেলা অনিশ্চিত ছিল সাবিনা খাতুনের। অবশেষে রোববার ভারতের ভিসা পেয়েছেন তিনি।

 তিন মাসের চুক্তিতে ভারতীয় লিগে খেলতে গেছেন সাবিনা।

বাংলাদেশের নারী ফুটবলারদের মধ্যে সাবিনা প্রথমবারের মতো দেশের বাইরে খেলা শুরু করেন। মালদ্বীপের লিগে কয়েক বার খেলা সাবিনা ভারতে খেলেন ২০১৮ সালে। ৫ বছর পর আবারও খেলতে যাচ্ছেন সেখানে।  

গত ৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভারতীয় নারী ফুটবল লিগের খেলা। এরই মধ্যে ৪টি ম্যাচ শেষ হয়েছে কিকস্টার্ট ক্লাবের। ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে সাবিনার ক্লাব। সব কিছু ঠিক থাকলে সাবিনা ১৭ জানুয়ারি লিগে পরের ম্যাচটি খেলবেন। এই ম্যাচটি হবে গোয়ায়। প্রতিপক্ষ সাবিনার সাবেক ক্লাব সেথু এফসি।

২০১৮ সালে প্রথমবারের মতো ভারতের ফুটবল লিগে খেলেছিলেন বাংলাদেশের গোলমেশিন সাবিনা। সেবার ৭ ম্যাচে গোল করেন ৬টি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।