ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে ফিরলো চেলসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
জয়ে ফিরলো চেলসি

লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে মিডলসবোরের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল চেলসি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতেই সেই ধাক্কা কাটিয়ে জয় পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।

 
 
ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে গত রাতে ব্লুজরা ১-০ গোলে হারিয়েছে ফুলহামকে।  

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে করা কোল পালমারের গোলটিই গড়ে দেয় চেলসি ও ফুলহাম ম্যাচের ভাগ্য। পেনাল্টি থেকে বল জালে জড়িয়েছেন তিনি।  

ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে পাড়ি জমানোর পর লিগে এটা নবম গোল পালমারের।  ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতল চেলসি।

মিডলসবোরোর বিপক্ষে অনেক সুযোগ নষ্ট করেছিলেন পালমার। সেই তাঁর গোলেই এবার জয় নিয়ে ফিরল চেলসি।  

এ জয়ে দুই ধাপ এগিয়ে আটে উঠে এসেছে চেলসি। আর তাতে পেছনে পড়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ২১ ম্যাচে চেলসির অর্জন ৩১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্টও তাদের সমান ৩১। তবে গোল পার্থক্যে পিছিয়ে রেড ডেভিলরা।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।