ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে নতুন বছর শুরু রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
জয়ে নতুন বছর শুরু রিয়াল মাদ্রিদের

নতুন বছরে রিয়াল মাদ্রিদের শুরুটা হয়েছে দারুণ। মায়োর্কা লড়াই চালালেও তাদের হারাতে পারেনি।

রিয়ালও অবশ্য গোল পেতে অপেক্ষা করতে হয়েছে বেশ লম্বা সময় পর্যন্ত। অবশেষে জালের দেখা পেয়ে ম্যাচ শেষ করলো তারা।  

লা লিগায় গতকাল রাতে মায়োর্কাকে ১-০ ব্যবধানে হারায় কার্লো আনচেলত্তির দল। জয়সূচক একমাত্র গোলটি আসে আন্টোনিও রুডিগারের পা থেকে। এই জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো দলটি। দুইয়ে থাকা জিরোনার পয়েন্টও সমান ৪৮।  

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ প্রথম সুযোগ পায় চতুর্দশ মিনিটে। লুকা মদ্রিচের ক্রস থেকে জুড বেলিংহ্যামের নেওয়া হেড ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলতে নামা দলটি রক্ষণাত্মকভাবে স্বাগতিকদের আটকে রাখার প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছিল। প্রথমার্ধে তারা সফলও হয়েছে। জালের দেখা পায়নি রিয়াল।

বিরতির পর খেলতে নেমে ৬৯তম মিনিটে এগিয়ে যেতে পারত রিয়াল। বক্সের ভেতর থেকে রদ্রিগোর নেওয়া শট গোলরক্ষক ঠেকিয়ে দেন। ফিরতি বল পেয়ে হেড নেন ব্রাহিম দিয়াস। তবে সেটি পোষ্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৭৮তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন রুডিগার। মদ্রিচের করা কর্নার থেকে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।