ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু কিংসের

সিনিয়র করেসপন্ডেন্ট,স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
জয়ে শুরু কিংসের

ফেডারেশন কাপের নতুন মৌসুম জয় দিয়ে শুরু করলো প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ (২৬ ডিসেম্বর) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা।

২০২০-২১ মৌসুমে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়েছিল কিংস। গত আসরের সেমিফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙে যায়। এবারের মিশন শিরোপা পুনরুদ্ধারের। ঘরোয়া ট্রেবল জয়ের মিশনে শুরুটা ভালোই হয়েছে কিংসের। ইতোমধ্যেই স্বাধীনতাকাপের শিরোপা ঘরে তুলেছে তারা। প্রিমিয়ার লিগেও জয় দিয়ে যাত্রা শুরু করছে। এবার ফেডারেশন কাপের যাত্রাটাও হলো জয় দিয়েই।  

ম্যাচের শুরুতেই ফর্টিসকে চেপে ধরে কিংস। নিয়মিত একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে তারা। বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়েই খেলেছে। তারপরও মাঠে ফর্টিসের বিপক্ষে ধরে রেখেছে আধিপত্য।  

ম্যাচের ১১ মিনিটে দোরিয়েলতন গোমেজের গোলে এগিয়ে যায় কিংস। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধে কিংসের বিপক্ষে লড়াইয়ে ইঙ্গিত দেয় ফর্টিস। বেশ কিছু ভালো আক্রমণ তৈরি করে তারা। তবে গোলের দেখা মেলেনি। অন্যদিকে ফর্টিসের গোলরক্ষক আজাদ হোসেনের দৃঢ়তায় ব্যববধান বাড়ানো হয়নি কিংসের।

বাংলাদেশ সময়:  ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এআর/এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।