ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

তপুর পর একাদশে ফিরলেন জিকো

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
তপুর পর একাদশে ফিরলেন জিকো

ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরলেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। শৃঙ্খলাজনিত কারণে নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।

সেই শাস্তি কাটিয়ে এবার দলের ফিরেছেন দেশের সেরা গোলরক্ষক।

আজ (২৬ ডিসেম্বর) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ফেডারেশন কাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছে কিংস। ম্যাচে গোলবার সামলানোর দায়িত্ব পেয়েছেন পরীক্ষিত জিকো।

প্রথমার্ধে বেশ ভালোভাবেই দলকে আগলে রেখেছেন কিংস গোলরক্ষক। দীর্ঘ বিরতির পর মাঠে নামলেও ছন্দ ধরে রেখেছেন তিনি। ফর্টিস এফসির বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে কিংস। ম্যাচের ১১ মিনিটে গোলটি করেন দোরিয়েলতন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।