ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু মোহামেডানের, আবাহনীর হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
জয়ে শুরু মোহামেডানের, আবাহনীর হোঁচট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে শুরুটা ভালো হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে শুরু রাঙাতে পারেনি আবাহনী লিমিটেড।

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।  

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে মোহামেডান। অপরদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে আবাহনী।  

রাজশাহীতে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। ত্রয়োদশ মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভের ফ্রি কিক থেকে লাফিয়ে হেডে গোলটি করেন শাহরিয়ার ইমন। ৪৩তম মিনিটে সমতায় ফেরে ফর্টিস। মোজাফ্ফরভের ব্যাক পাস থেকে বল নিয়ে নেন আরমান ফয়সাল আকাশ। তার থ্রু পাস থেকে বলটি জালে পাঠান গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর সার।

বিরতির পর খেলতে নেমে শেষ মুহূর্তে এসে মেহেদী হাসানের লম্বা থ্রো ইনে হেডে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল টনি। পরবর্তীতে আর কোনো গোল না হলে জয় নিয়ে পূর্ণ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে মোহামেডান।  

গোপালগঞ্জে খেলতে নেমে শুরুতে এগিয়ে যায় আবাহনী। ২১তম মিনিটে সতীর্থের পাস থেকে বল পেয়ে প্রথম শট গোলরক্ষকের প্রচেষ্টায় জালে ভেড়াতে না পারলেও ফিরতি শটে লক্ষ্যভেদ করেন জোনাথন ফের্নান্দেস রেইস। বিরতির পর ৬৭তম মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। পরবর্তীতে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।