ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

আলমেরিয়ার বিপক্ষে বার্সার কষ্টের জয় 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
আলমেরিয়ার বিপক্ষে বার্সার কষ্টের জয় 

আলমেরিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে যায় বার্সেলোনা। পরে সমতায় ফিরে লিগ টেবিলের তলানিতে থাকা দলটি।

লড়াই চালিয়ে যায় তারা। তবে দারুণ পারফরম্যান্সে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।  

লা লিগায় গতকাল রাতে আলমেরিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। রাফিনিয়ার গোলো শুরুতেই তারা এগিয়ে যায়। আলমেরিয়াকে সমতায় ফেরান লেও বাপতিস্তাও। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রবের্তোর গোলে দ্বিতীয়বার স্বাগতিকরা এগিয়ে গেলে ফের সমতা টানেন এদগার গনসালেস। পরে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান গড়ে দেন স্প্যানিশ ফুটবলার রবের্তো।

ঘরের মাঠে বার্সেলোনার শুরুটা হয় দারুণ। বল দখলে রেখে আক্রমণ করা দলটি এগিয়ে যায় ৩৩তম মিনিটে। আরাউহোর হেড প্রতিপক্ষ গোলরক্ষক শুরুতে ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠান রাফিনিয়া। ৪১তম মিনিটে সমতায় ফেরে আলমেরিয়া। ডি-বক্স থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাপতিস্তাও। অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।

বিরতির পর খেলতে নেমে ৬০তম মিনিটে ফের এগিয়ে যায় বার্সা। রাফিনিয়ার করা কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান রবের্তো। ৭১তম মিনিটে আবারও সমতায় ফেরে আলমেরিয়া। ডি-বক্সে জটলার মধ্য থেকে গোলটি করেন গনসালেস। ৮৩তম মিনিটে জয়সূচক গোলটি করেন রবের্তো। লেভানদোভস্কির ক্রসে বল ঊরু দিয়ে নামিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

১৮ ম্যাচে ১১ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বার্সেলোনা। ৪ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে এক ম্যাচ কম খেলা রেয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।