ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

আগামীতে আরও ভালো খেলার প্রত্যয় রাকিবের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
আগামীতে আরও ভালো খেলার প্রত্যয় রাকিবের

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে স্বাধীনতা কাপের তৃতীয় শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। আজ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে তারা।

দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় ১০ জনের দল নিয়ে খেলেও চ্যাম্পিয়ন হয়েছে কিংস। রাকিবের গোলে পিছিয়ে পড়ে সমতায় ফেরে তারা। টুর্নান্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এই স্বীকৃতি আগামীতে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাচ্ছে বলে জানিয়েছেন তিনি।  

সাধারণত দেশের ফুটবলে বিদেশি খেলোয়াড়দের আধিপত্যই দেখা যায়। সেই ধারা কাটিয়ে আসরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রাকিব। এতে আনন্দিত তিনি। ম্যাচ শেষে রাকিব বলেন, ‘দশটি দল ছিল আসরে। স্থানীয় এবং বিদেশি খেলোয়াড় ছিল। এত খেলোয়াড়ের ভিড়ে আমি সেরা খেলোয়াড় হয়েছি এটা বাড়তি প্রেরণা দিচ্ছে। আগামীতে আরও দুটি টুর্নামেন্ট রয়েছে। সেখানে আরও ভালো খেলার অনুপ্রেরণা পাচ্ছি। '

ফাইনালে রাকিবের গোলে সমতায় ফেরে কিংস। ফাইনালে গোল করাটা বাড়তি আনন্দের বলে মনে করেন তিনি। রাকিব বলেন, ‘ফাইনাল ম্যাচে গোল করাটা ভাগ্যের ব্যাপার। আমি সমতাসূচক গোলটি করতে পেরেছি এর জন্য আমার খুব ভালো লাগছে। এইরকম বড় ম্যাচে দশ জনের দল নিয়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা কঠিন। আমরা ১১ জন নিয়ে যেভাবে খেলেছি ১০ জন নিয়েও সেভাবেই খেলেছি। ’

‘প্রতিযোগিতা ভালো হয়েছে। ফাইনালে ওরাও শক্তিশালী আমরাও শক্তিশালী। প্রথামার্ধে যদি আরও গোল হতো তবে আমাদের জন্য আরও ভালো হতো। তারপরও ১০ জন নিয়ে আমার সতীর্থরা যে ফুটবল খেলেছে.. আমরা একসঙ্গে যেভাবে খেলেছি তা মাঠেই দেখা গেছে। ’ 

ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বসুন্ধরা কিংসের ফুটবলার রফিককে। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে বসুন্ধরাকে। বেশকয়েকবারই মাঠে দুই দলের ফুটবলাররা বাকবিতণ্ডায় জড়িয়েছে। ম্যাচের রেফারিং নিয়ে কোনও অভিযোগ আছে কি না? 

এমন প্রশ্নের জবাবে তিনি রাকিব বলেন, ‘রেফারিং নিয়ে কিছু বলার নেই। যা হয়েছে আপনারা সকলেই দেখেছেন। রফিকের ফাউলের পর তার সঙ্গেও প্রতিপক্ষের ফুটবলাররা ফাউল করেছেন। তখন রেফারি কোনও কার্ড দেখায়নি। এছাড়া মাঠটা তেমন ভালো না। আরও ভালো হতে পারে। মাঠের আরও পরিচর্যা করলে সামনে আরও ভালো খেলা সম্ভব। ’ 

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।