ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

কেইন এখন বায়ার্নের নতুন ‘গোলমেশিন’

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
কেইন এখন বায়ার্নের নতুন ‘গোলমেশিন’

ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে জার্মানির ক্লাব ফুটবলে পাড়ি জমানোর পর থেকেই যেন নতুন রূপে দেখা যাচ্ছে হ্যারি কেইনকে। বায়ার্ন মিউনিখের জার্সিতে একের পর এক ম্যাচে গোল করেই যাচ্ছেন এই ইংলিশ স্ট্রাইকার।

 

গতকাল রাতে বুন্ডেসলিগার ম্যাচে বাভারিয়ানরা ৩-০ গোলে হারিয়েছে স্টুটগার্টকে। ম্যাচে জোড়া গোল করে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন কেইন। বুন্ডেসলিগার ইতিহাসে সবচেয়ে দ্রুততম ২০ গোলের কীর্তি এখন তার দখলে। টানা গোল করার এমন সামর্থ্যের কারণে তাকে ডাকা হচ্ছে 'গোলমেশিন'। যে নাম একসময় নিজের দখলে রেখেছিলেন বায়ার্নের সাবেক পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি।

জার্মানির শীর্ষে লিগে মাত্র ১৪তম ম্যাচ খেলতে নামা কেইন গতকাল খেলা শুরুর ৯০ সেকেন্ডের মধ্যেই লেরয় সানের পাস থেকে গোলের দেখা পান। এরপর টমাস মুলার এবং কিম মিন-জায়ের গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় প্রথমার্ধে আর ব্যবধান পারেনি বায়ার্ন।  

দ্বিতীয়ার্ধে অবশ্য আরও বেশি আগ্রাসী ভূমিকায় নামে বায়ার্ন। ৫৫তম মিনিটে একদম কাছ থেকে দারুণ হেডে বল জালের ঠিকানায় পাঠান কেইন। এরপর ৬৩তম মিনিটে জার্মান চ্যাম্পিয়নদের জার্সিতে প্রথম গোলের দেখা পান কিম।

মাত্র ১৪ ম্যাচে ২০ গোল করে একটি পুরনো রেকর্ড ভেঙেছেন কেইন। বুন্ডেসলিগায় অভিষেকের পর সবচেয়ে কম ম্যাচ খেলে বুন্ডেসলিগায় ২০ গোলের আগের রেকর্ডটি ১৯৬৩-৬৪ মৌসুমে গড়েছিলেন হামবুর্গের কিংবদন্তি উয়ে সিলার। বুন্ডেসলিগার প্রথম মৌসুমেই ২১ ম্যাচে ২০ গোল করে ইতিহাসেই নাম লিখিয়েছিলেন তিনি। ম্যানচেস্টার সিটির বর্তমান স্ট্রাইকার আর্লিং হালান্ড ২০২০ সালে বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে ২০ গোল করেছিলেন ২২ ম্যাচে।

সবমিলিয়ে বুন্ডেসলিগার এক মৌসুমে সবচেয়ে দ্রুততম ২০ গোলের রেকর্ডে দ্বিতীয় স্থানে আছেন কেইন। শীর্ষে আছেন বায়ার্নের জার্মান কিংবদন্তি গার্ড মুলার (১৯৬৮-৬৯ মৌসুম)। কেইন চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতাো বটে।  

এই জয় সত্ত্বেও অবশ্য শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে বায়ার্ন। গতকাল এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়েছে লেভারকুসেন। জাভি আলোনসোর দল এই মৌসুমে এখন পর্যন্ত রেকর্ড ২৪টি প্রতিযোগিতামূলক ম্যাচের কোনোটিতেই হারেনি। এর আগে ১৯৮২-৮৩ মৌসুমে একই রেকর্ড গড়েছিল হামবুর্গ।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।