ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন বেলিংহ্যাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন বেলিংহ্যাম

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ছন্দে আছেন জুডে বেলিংহ্যাম। ক্লাবটিতে আসার আগে বরুশিয়া ডর্টমুন্ডেও দুর্দান্ত ছিলেন তরুণ এই মিডফিল্ডার।

২০২৩ সালে তার দারুণ পারফরম্যান্সের কারণে জিতলেন ‘গোল্ডেন বয়’ পুরস্কার।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে এই পুরস্কার দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত। গতকাল এই বছরের সেরা তরুণ ফুটবলার হিসেবে জুডে বেলিংহ্যামের নাম ঘোষণা করে তারা।

গোল্ডেন বয় পাওয়ার লড়াইয়ে বেলিংহ্যামের সঙ্গে ছিলেন বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, বার্সেলোনার আলেহান্দ্রো বাল্দে, লামিনে ইয়ামালের মতো ফুটবলাররা। কিন্তু সবাইকে পেছনে ফেলে পুরস্কারটি নিজের করে নেন ইংলিশ এই তারকা।  

বেলিংহ্যামকে বড় অঙ্কের মূল্য দিয়ে গত গ্রীষ্মের দলবদল মৌসুমে ডর্টমুন্ড থেকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। দলটিতে যোগ দিয়েই ছন্দে আছেন তিনি। এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে করেছেন ১৩টি গোল।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।