ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের এশিয়ান অঞ্চলর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

ম্যাট রায়ানের নেতৃত্বাধীন দলে কাতার বিশ্বকাপে খেলা দলের ১০জন সুযোগ পেয়েছেন।

স্কোয়াডে প্রধান তারকাদের সবাই থাকায় বলা যায় শক্তিশালী দল নিয়েই হাভিয়ের কাবরেরার দলকে চ্যালেঞ্জ জানাচ্ছে সকারুরা। কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় খেলেছিল অস্ট্রেলিয়া। যেখানে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে লড়াই করে হেরে গেছে গ্রাহাম আর্নল্ডের দল। শক্তিমত্তায় অস্ট্রেলিয়া বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। ফিফার সবশেষ র‍্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে আছে সকারুরা। অন্য দিকে ১৮৩ নম্বরে আছে বাংলাদেশ।  

বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড:

গোলরক্ষক: জোয়ি গাউচি, অ্যাশলি মায়নার্ড-ব্রিওয়ার, ম্যাট রায়ান (অধিনায়ক);

ডিফেন্ডার: আজিজ বেহিচ, জর্ডান বস, ক্যামেরন বার্গেস, আলেসান্দ্রো সিরকাটি, লুইস মিলার, কি রাউলেস, হ্যারি সাউটার, রায়ান স্ট্রেইন;

মিডফিল্ডার: কিয়ানু বাক্কাস, জ্যাকসন আরভাইন, মাসিমো লুওনগো, কনর ম্যাটক্লিফ, আইডেন ও'নিল;

ফরোয়ার্ড: ব্র্যান্ডন বোরেল্লো, মারটিন বোয়েল, মিচ ডাক, ক্রেইগ গুডউইন, জেমি ম্যাকলারেন, স্যাম সিলভেরা, কুসিনি ইয়েঙ্গি।

কোচ: গ্রাহাম আর্নল্ড 

বাংলাদেশ সময়:১৭৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।