ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ব্রাগাকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
ব্রাগাকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল

চলতি মৌসুমে দলে যোগ দিয়েছিলেন ব্রাহিম দিয়াস। গতকাল চ্যাম্পিয়ন্স লিগে তিনি করেন নিজের প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে পর্তুগিজ ক্লাব ব্রাগার জালে আরও দুইবার বল পাঠান ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। দারুণ জয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা।  

চ্যাম্পিয়ন্স লিগের ‘গ্রুপ’ সি’র ম্যাচে গতকাল রাতে ব্রাগাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ছন্দহীন থাকলেও বরাবরের মতো চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে গ্রুপপর্বের সবগুলো ম্যাচ জিতল লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত ব্রাগা। বক্সে ক্লাবটির এক ফুটবলার ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যদিও সুযোগটি কাজে লাগাতে পারেনি তারা। আলভারো দিয়ালোর স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন। দ্বাদশ মিনিটে বল জালে পাঠান স্বাগতিক ফরোয়ার্ড ব্রাহিম দিয়াস। কিন্তু এর আগে ভিনিসিয়ুস বক্সে ফাউল করায় সেটি বাতিল হয়।

২৭তম মিনিটে ঠিকই এগিয়ে যায় রিয়াল। ফেরলঁদ মঁদির পাস থেকে বল নিয়ে বক্সে দিয়াসকে খুঁজে নেন রদ্রিগো। প্রথম ছোঁয়ায় লক্ষ্যভেদ করতে ভুলেননি স্প্যানিশ ফরোয়ার্ড। বিরতির আগে আরও কয়েকটি আক্রমণ করে রিয়াল। যদিও গোলের দেখা আর পাওয়া হয়নি।

বিরতির পর খেলতে নেমে তিন মিনিটের মধ্যে দুই গোল দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় রিয়াল। ৫৮তম মিনিটে ফেদে ভালভার্দের পাস থেকে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়ুস। দুই মিনিট পর তারই পাস ধরে চিপ শটে লক্ষ্যভেদ করেন রদ্রিগো।  

চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রেয়াল। ইউনিয়ন বার্লিনের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করা নাপোলি ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে ব্রাগার পয়েন্ট ৩। ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।