ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে জয় চান ব্রুজন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
ঘরের মাঠে জয় চান ব্রুজন

এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে আগামীকাল ভারতের ক্লাব মোহনবাগানের মুখোমুখি হবে বাংলাদেশের টানা চার লিগ শিরোপাজয়ী ক্লাব বসুন্ধরা কিংস। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলতে নামবে কোচ তারা।

প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল, এবার ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট চান ক্লাবটির কোচ।

আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অস্কার। আগামী ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করতে চান তিনি। কিংস কোচ বলেন, ‘এটা আমাদের চতুর্থ ম্যাচ, গ্রুপ উন্মুক্ত। বর্তমানে গ্রুপের যে অবস্থা, তাতে ফলাফলের উপর দল ওপরে উঠতে পারে, নিচেও নেমে যেতে পারে। আমারা লড়াকু ফুটবল খেলে এই গ্রুপের শীর্ষে ওঠার দিকে তাকিয়ে আছি। ’

মোহনবাগানের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না বলেই মানছেন অস্কার। তবে কঠিন প্রকিপক্ষের বিপক্ষে ভালো কিছু করতে মুখিয়ে আছেন তিনি। দলের প্রতি তার পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন অস্কার। তিনি বলেন, ‘আমরা জানি, মোহনবাগান কেমন দল, তাদের শক্তি, আইএসএল ও এএফসি কাপে তাদের বর্তমান অবস্থান। প্রতিক্ষের শক্তি-সামর্থ্য জেনেই আমরা সামনের দিকে রোমাঞ্চ নিয়ে তাকিয়ে আছি, নিজেদের খেলাটা মেলে ধরতে চাই এবং ইতিবাচক ফল পেতে চাই। দলের প্রতি আমার বিশ্বাস আছে। আমি অনুভব করি, দেশের সবাই আমাদের পাশে আছে। ’

অ্যাওয়ে ম্যাচেও তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যের কথা বলেছিলেন অস্কার। তবে জয় না পেলেও দারুণ খেলে সকলের মনজয় করেছে কিংস।  দুইবার পিছিয়ে পরেও ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। তবে এই ম্যাচে ভালো খেলা উপহার দেওয়ার পাশাপাশি পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান কিংসের কোচ। ঘরের মাঠ কিংস অ্যারেনা আত্মবিশ্বাস যোগাচ্ছে তাকে। কারণ এই মাঠে এখনো বসুন্ধরা কিংস অপরাজেয়। তিনি বলেন, ‘ভারতে ৩ পয়েন্ট পাওয়ার যে লক্ষ্য আমি জানিয়েছিলাম, সেটা পূরণ হয়নি। কিন্তু এখন আমি মনে করি, আমাদের সেটা পাওয়ার সুযোগ আছে, যেহেতু নিজেদের মাঠে খেলব। আগামীকাল আমরা ঘরের মাঠে খেলার সুবিধা পাব। ’

দক্ষিণ এশিয়ার সেরা দল হওয়ার পথে রয়েছে বসুন্ধরা কিংস। এমনটাই বিশ্বাস করেন অস্কার। তবে বর্তমানে সেই তকমা রয়েছে মোহনবাগানের গায়ে। তাদের হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমানে মরিয়া কিংস। আগামী ম্যাচে আক্রমণাত্মক ফুটবলটাই খেলতে চায় তারা। অস্কার বলেন, ‘আপনারাও বলছেন, ওরা সম্ভবত দক্ষিণ এশিয়ার সেরা দল; এই অঞ্চলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক লিগে খেলে ওরা। তবে আক্রমণাত্মক খেলব আমরা। আমাদের লক্ষ্য থাকবে গোল করে এগিয়ে যাওয়া। ’

মোহনবাগানের হয়ে কার্ড সমস্যর কারণে মাঠে নামতে পারবেন না আনোয়ার আলী। অন্যদিকে ক্লাবের নিষেধাজ্ঞার কারণে গোলপোষ্টের নিচে দেখা যাবে না বসুন্ধরা কিংসরে পরীক্ষিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে। তবে এসব নিয়ে ভাবছেন না অস্কার। তারমতে দুই দলেই শক্তিশালি ফুটবলার রয়েছে যারা অনুপস্থিত সেই ফুটবলারদের অভাব পূরণ করতে পারবেন। ব্রুজন বলেন, ‘মোহনবাগানেরও প্লেয়ারদের নিয়ে কিছু ইস্যু আছে, আমাদেরও আছে। তবে আমি মনে করি, আমার হাতে চমৎকার একটা স্কোয়াড আছে। কোনো এক জন বিশেষ করে স্থানীয় খেলোয়াড়দের কোনো এক জনের অনুপস্থিতিতে আমরা কখনও ভুগিনি। স্কোয়াডে বাকি যারা আছে, তারাও দারুণ, সে জায়গা পূরণ করতে পারে,  মানিয়ে নিতে পারে।  বিদেশে যারা আছে, তারা স্থানীয়দের পাশে থাকে, আমি মনে করি, ভালো একটা কম্বিনেশন আছে দলে। তো যারা আছে, ভালো লড়াই দিতে প্রস্তুত তাদের দিকে মনোযোগ দিন, যারা নেই, তাদের নিয়ে নয়। ’

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।