ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

গ্রুপ সেরা হয়ে শেষ আটে পুলিশ এফসি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
গ্রুপ সেরা হয়ে শেষ আটে পুলিশ এফসি

শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে স্বাধীনতা কাপের শেষ আট নিশ্চিত করেছে পুলিশ এফসি। আজ (২ নভেম্বর) কিংস অ্যারেনায় জামালকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ।

দলের হয়ে একমাত্র গোলটি করেন মানাস কারিপভ।

শুরু থেকে আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ব্রাদার্স ম্যাচে গোলমুখে আলো ছড়ানো শেখ জামালের হিগর লেইতে, ভ্লাদিমির দিয়াজরা চেষ্টা করলেও গোলের দেখা পাননি।  

২৬তম মিনিটে কারিপভের দারুণ গোলে এগিয়ে যায় পুলিশ এফসি। মাহমুদুল হাসান কিরণ ক্লিয়ার করতে শট নিয়েছিলেন, কিন্তু বল চলে যায় বক্সের মুখে কারিপভের পায়ে। কিরগিজস্তানের এই ফরোয়ার্ড দৃষ্টিনন্দন বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন।

এ নিয়ে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে গোল করলেন কারিপভ। ব্রাদার্সের বিপক্ষে একবার জালের দেখা পেয়েছিলেন তিনি।

৮৪তম মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ফয়সাল আহমেদ ফাহিমের নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি ২০১৩ সালের রানার্সআপ শেখ জামালের।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।