ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

অপহরণের শিকার লুইস দিয়াসের বাবা-মা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
অপহরণের শিকার লুইস দিয়াসের বাবা-মা

লিভারপুলের কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াসের বাবা-মা অপহরণের শিকার হয়েছেন। এমন তথ্য জানিয়েছেন, কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

শনিবার অবশ্য তিনি জানিয়েছেন, দিয়াসের মাকে উদ্ধার করা গেলেও বাবার খোঁজ এখনও চলছে।

দিয়াসের মা সিলেনিস মারুলান্দাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে কলম্বিয়ার ন্যাশনাল পুলিশ। তিনি পুলিশ প্রধান উইলিয়াম রেনে সালামানকার সঙ্গে কথা বলেছেন। একটি ভিডিওতে সালামানকা বলেছেন, দিয়াসের বাবাকে খুঁজে পেতে প্রতিটি এজেন্টকে কাজে লাগাচ্ছেন তারা।

কলম্বিয়ান অ্যাটর্নি জেনারেল অফিস বিষয়টি ভীষণ গুরুত্বের সঙ্গে দেখছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দিয়াসের বাবা-মা লা গুয়াসিরা এলাকার একটি সার্ভিস স্টেশনে ছিলেন। তখন এই অপহরণের ঘটনা ঘটে। কিছু অস্ত্রধারী মোটরসাইকেলে এসে তুলে নিয়ে যায় তাদের।  

এই ঘটনার পর লিভারপুলের ২৬ বছর বয়সী উইঙ্গার এখনও কোনো মন্তব্য করেননি। দিয়াস গত বছর পোর্তো থেকে লিভারপুলে যোগ দিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী রবিবার নটিংহাম ফরেস্টের সঙ্গে লিভারপুলের পরবর্তী ম্যাচ।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।