ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বেলিংহ্যামের জোড়া গোলে বার্সাকে হারালো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
বেলিংহ্যামের জোড়া গোলে বার্সাকে হারালো রিয়াল

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিলেন জুড বেলিংহ্যাম। তার জোড়া গোলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারায় রিয়াল।

শ্বাসরুদ্ধকর এই ম্যাচের ৯ মিনিটেই ইলকায় গুন্দোয়ানের গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। কাতালান ফরোয়ার্ডদের চাপে অরলিয়ে চুয়ামেনি গোলরক্ষকের উদ্দেশে ব্যাক পাস দেন, কিন্তু রিয়াল ডিফেন্ডার ডেভিড আলাবা বলের কাছে পৌঁছে ক্লিয়ারের চেষ্টা করলেও সেই বলের নিয়ন্ত্রণ নেন ইকাই গুন্দোয়ান। এরপর কেপাকে ফাঁকি দিয়ে বাকি কাজ সারেন তিনি।  

রিয়ালের বিপক্ষে গোল করে অনন্য এক কীর্তি গড়েন জার্মান মিডফিল্ডার গুন্দোয়ান। ডার ক্লাসিকার, ম্যানচেস্টার ডার্বি ও এল ক্লাসিকো- সবগুলোতেই গোলের দেখা পেলেন তিনি।  তাছাড়া এল ক্লাসিকোতে ২০১৪ সালের পর দ্রুততম গোল করলেন গুন্দোয়ান। ৯ বছর আগে মাত্র তিন মিনিট ২ সেকেন্ডে রিয়ালের জাল কাঁপান নেইমার।

শুরুতেই চাপে পড়া রিয়াল ম্যাচে ফিরতে সময় নিল অনেক। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা। দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে দলকে সমতায় ফেরান বেলিংহ্যাম। বক্সের বাইরে থেকে তার নেওয়া বুলেট গতির শট জড়িয়ে যায় জালে। যোগ করা সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে উঠলো রিয়াল। সমান খেলে ২৪ পয়েন্ট নিয়ে তিনে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা।  

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।