ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

যুদ্ধের কারণে ফিলিস্তিনের ফুটবল স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
যুদ্ধের কারণে ফিলিস্তিনের ফুটবল স্থগিত

ফিলিস্তিন ও ইসরায়েলে এখন চলছে আঘাত-পাল্টা আঘাত। হামাসের হামলার পর প্রতিরোধ গড়ে তুলেছে ইসরায়েলের নিরাপত্তাকর্মীরাও।

এমতাবস্থায় আতঙ্কে রয়েছে দেশগুলোর বাসিন্দারা। যার প্রভাব পড়েছে ফুটবলেও।  

দুই সপ্তাহের জন্য ইসরায়েলের সব ধরনের ফুটবল বন্ধের ঘোষণা দিয়েছে উয়েফা। এদিকে একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে ফিলিস্তিন। মালয়েশিয়ায় অনুষ্ঠেয় মারদেকা কাপে অংশ নিচ্ছে না দেশটি। মালয়েশিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ফেডারেশনটি জানিয়েছে, ‘ফিলিস্তিন দলের নাম প্রত্যাহার করে নিয়েছে। কারণ এই অবস্থায় তারা মালয়েশিয়ায় আসতে পারবে না। ’

আগামী শুক্রবার এই টুর্নামেন্টের সেমিফাইনালে তাজিকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ফিলিস্তিনের। কিন্তু দেশটি অংশ নিতে না পারায় সরাসরি ফাইনাল খেলবে তাজিকিস্তান। অন্য সেমিতে মুখোমুখি হবে মালয়েশিয়া ও ভারত।

আগামী নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ফিলিস্তিন। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, লেবানন ও বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের জয়ী দল। তাহলে কি ফিলিস্তিনের বিশ্বকাপ বাছাই খেলাও অনিশ্চিত হয়ে গেল?

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।