ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

তিন মহাদেশের ছয় দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
তিন মহাদেশের ছয় দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

২০৩০ বিশ্বকাপে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। প্রথমবারের মতো ৩টি মহাদেশ ও ৬টি দেশে হবে 'গ্রেটেস্ট শো অন আর্থ'।

আজ ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ইউরোপের স্পেন, পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো মিলে আয়োজন করবে আসর। তবে প্রথম তিনটি ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আমেরিকার তিন দেশ- উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে।

মূলত বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সিদ্ধান্তটি চূড়ান্ত হবে পরের বছর ফিফা কংগ্রেসে। বিশ্বকাপের প্রথম আসর বসেছিল এই দক্ষিণ আমেরিকারই উরুগুয়েতে।

ফিফা আরও জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে বিবেচনা করা হয়েছে এশিয়া ও ওশেনিয়া মহাদেশের দেশগুলোকে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।