ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠ বাড়তি প্রেরণা যোগাচ্ছে রবসনকে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
ঘরের মাঠ বাড়তি প্রেরণা যোগাচ্ছে রবসনকে

মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে হার দিয়ে এএফসি কাপ মিশন শুরু করেছে বসুন্ধরা কিংস। সেই ম্যাচে আক্রমণে আধিপত্য দেখালেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারেননি অস্কার ব্রুজোনের শিষ্যরা।

তবে সেসব ভুলে কিংস ফুটবলারদের সব মনোযোগ এখন ওড়িশা এফসি ম্যাচ ঘিরে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আগামীকালকের ম্যাচে জয়ের বিকল্প নেই কিংসের সামনে।  

এই ম্যাচে দিয়েই নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবে টানা চারবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এটা দলকে বাড়তি প্রেরণা দিচ্ছে বলে জানিয়েছেন কিংসের তারকা ফরোয়ার্ড রবসন রবিনহো। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে রবসন বলেন, ‘কাল আমাদের সামনে বড় ম্যাচ। এটা আমরা ঘরের মাঠে খেলছি, বিষয়টা ভালো, কারণ নিজেদের দর্শকদের সামনে খেলা যাবে। ম্যাচটা জিততে, পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে, মাঠের ভেতর যা করা প্রয়োজন করতে হবে আমাদের। ’  

তবে ঘরের মাঠে খেলা বলে অতি রোমাঞ্চিত নন রবসন। ম্যাচকে ঘিরেই তার সব মনযোগ। তিনি বলেন, ‘আমি মোটেও রোমাঞ্চিত নই। আমি মনোযোগী ম্যাচটা নিয়েই। ওড়িশাকে নিয়ে আমরা খুঁটিনাটি বিশ্লেষণ করেছি শেষ কিছু দিনে। গত দুই সপ্তাহে যত রকমের তথ্য উপাত্ত আছে, ভিডিও আছে, সব দিয়ে আমরা বুঝতে চেয়েছি কালকের ম্যাচে তারা কীভাবে খেলতে পারে, কীভাবে আক্রমণ করতে পারে। ' 

তিনি আরও বলেন, ‘আমরা জানি, কালকের ম্যাচটা খুবই কঠিন হতে চলেছে। তাই আপাতত যা আমাদের নিয়ন্ত্রণে আছে, তাতেই মনোযোগ দিচ্ছি আমরা। দুই দলই প্রায় কাছাকাছি মানের। তখনই কোচদের কাজটা চলে আসে, তারা প্রভাব ফেলতে পারবেন। এটা ছাড়া আমার মনে হয় খেলাটা খেলোয়াড়দেরই হবে। রোমাঞ্চ আমাদের চারপাশে থাকা সমর্থকদের থাকতে পারে, কিন্তু আমরা ম্যাচেই মনোযোগ দিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।