ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

এএফসি কাপের সব ম্যাচেই জয় চান ইমরুল হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এএফসি কাপের সব ম্যাচেই জয় চান ইমরুল হাসান

এএফসি কাপে নিজেদের যাত্রাটা প্রত্যাশানুযায়ী হয়নি বসুন্ধরা কিংসের। মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে বসুন্ধরা কিংস।

আগামী ২ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচে ভারতের ক্লাব ওড়িশ্যাকে আতিথ্য দিবে তারা। আগামী ম্যাচ সহ গ্রুপ পর্বের বাকি পাঁচ ম্যাচেই জয় চান বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান।

বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে। তবে ওড়িশ্যার বিপক্ষের ম্যাচ দিয়ে ক্লাবের প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হতে চলেছে কিংস অ্যারেনার। ইমরুল হাসান বলেন, ‘আসলে আমাদের অনেক দিনের প্রত্যাশা ছিল আমাদের নিজস্ব ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ খেলার। এর আগে বাংলাদেশের খেলায় আমরা হোস্ট হয়েছিলাম। এই প্রথম এখানে কিংসের আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। স্বভাবতই এটা আমাদের জন্য একটা বাড়তি আনন্দের। এই ম্যাচটা ঘিড়ে আমাদের বাড়তি কিছু পরিকল্পনা আছে। যেন দর্শকরা নির্বিঘ্ণে খেলা দেখতে আসতে পারে এবং খেলা দেখা শেষে যেতে পারেন। ’

বসুন্ধরা কিংস অ্যারেনায় কোনও হারের রেকর্ড নেই বসুন্ধরা কিংসের। আগামী ম্যাচে এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান ইমরুল হাসান। শুধু আগামী ম্যাচে নয়। এএফসি কাপের আগামী পাঁচ ম্যাচেই জয় চান তিনি। ইমরুল হাসান বলেন, ‘শুধু আমরা হারের রেকর্ড নাই সেটা নিয়ে ভাবছি না। এখন আমাদের সামনে পাঁচটি ম্যাচ আছে। সেই পাঁটি ম্যাচেই আমাদের জয় লাগবে। ধারাবাহিতা বজায় রেখে আমরা এই ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়তে চাই। ’

এই ম্যাচে দর্শকদের সুবিধার জন্য টিকিট সহজলভ্য করেছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। এবং থাকছে শাটল বাসের সুবিধাও। কিংসের প্রেসিডেন্ট বলেন, ‘আগের ম্যাচে দর্শকদের টিকিট পেতে কিছু কষ্ট হয়েছিল। সেজন্য এবার আমরা দুটি ব্যাংক এবং বেশ কিছুু রেস্টুরেন্টে ম্যাচের টিকিট বিক্রির ব্যবস্থা করেছি। যেন দর্শকদের জন্য টিকিট সহজলভ্য হয়। এছাড়া বসুন্ধরা গেট থেকে কিছু শাটল বাস সার্ভিস থাকবে যেন দর্শকরা সহজে মাঠে আসতে পারেন। ’

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।