ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

গোল-অ্যাসিস্ট করে আল নাসরকে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
গোল-অ্যাসিস্ট করে আল নাসরকে জেতালেন রোনালদো

দারুণ ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক ম্যাচে গোলের দেখা পাচ্ছেন এই পর্তুগিজ উইঙ্গার।

এবার তার শেষের গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো আল নাসর।

গতকাল সৌদি প্রো লিগের ম্যাচে আল তাইকে ২-১ গোলে হারিয়েছে রোনালদোর দল। এ নিয়ে লিগে টানা ছয় ম্যাচ জিতলো আল নাসর।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল আল নাসর। সেই ধারায় ৩২তম গোলের দেখাও পেয়ে যায় তারা। রোনালদোর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন অ্যান্ডারসন তালিসকা। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কেউই।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় আল তাই। ৭৯তম মিনিটে গোলটি করেন ভার্গিল মিসিডান। তবে সমতায় ফেরার স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি তাদের।  

৮৪তম মিনিটে বক্সের ভেতরে রোনালদোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকেই জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা। এ নিয়ে ৭ ম্যাচে ১০ গোল করলেন পর্তুগিজ সুপারস্টার।

৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে আল নাসর। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে নেইমারের আল হিলাল।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।