ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ইউরো পর্যন্ত জার্মানির কোচ নাগেলসমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
ইউরো পর্যন্ত জার্মানির কোচ নাগেলসমান

গত মার্চে বায়ার্ন মিউনিখ থেকে বরখাস্ত হওয়ার পর বেকারই ছিলেন ইউলিয়ান নাগেলসমান! নতুন মৌসুমে কোনো ক্লাবের সঙ্গে সমঝোতা হয়নি তার। তবে ক্লাব ফুটবলের পার্ট আপাতত চুকিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে যাচ্ছে ৩৬ বছর বয়সী এই কোচের।

২০২৪ ইউরো পর্যন্ত জার্মানি ফুটবল দলের দায়িত্ব পেয়েছেন তিনি।

সামনের বছর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোর আয়োজক জার্মানি। যা শুরু হতে এক বছরও বাকি নেই, কিন্তু বর্তমানে দলটির অবস্থা বেশ নাজুক। চলতি মাসের শুরুতে নিজেদের মাটিতে জাপানের কাছে ৪-১ বিধ্বস্ত হয় তারা। সেই ম্যাচের পরই কোচের পদ থেকে বরখাস্ত হন হান্সি ফ্লিক। এবার তার উত্তরসূরি হিসেবে নাগেলসমানকে বেছে নিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।

নাগেলসমানের অধীনে আগামী ১৪ অক্টোবর প্রথম মাঠে নামবে জার্মানি। যেখানে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ১৮ অক্টোবর মেক্সিকোর বিপক্ষে নামবে তারা।

এদিকে আগামী বছরের ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউরো।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।