ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

লিগ ওয়ান নয়, সৌদি লিগকেই ‘উত্তম’ মনে করেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
লিগ ওয়ান নয়, সৌদি লিগকেই ‘উত্তম’ মনে করেন নেইমার

লিগ ওয়ানে গিয়েছিলেন রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে। সেখানে গিয়ে পান উষ্ণ অভ্যর্থনা।

সেই আনন্দ শেষ পর্যন্ত আর টিকেনি। মাত্র ছয় মৌসুম পিএসজির জার্সিতে খেলার পর হতাশা নিয়ে বিদায় নিতে হয়েছে নেইমার জুনিয়রকে।  

গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। এখানে এসেই প্রশ্ন উঠে সাবেক ফরাসি লিগ নিয়ে। এই দুইটির মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নে নেইমারের জবাব ছিল, সৌদি লিগ উন্নতির দিকে যাচ্ছে। তিনি বুঝাতে চেয়েছেন লিগ ওয়ান থেকে কিছুটা ভালো তার বর্তমান লিগ প্রতিযোগিতা।

ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ভাষ্য, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, ফুটবল সবজায়গায় একই। বল দেখতে যেমন গোলাকার, গোলও হয় সবখানেই। সবকিছু বিবেচনা করে বলা যায়, ফরাসি লিগ থেকে সৌদি লিগ এখন কিছুটা ভালো। ’

নেইমার যাওয়ার আগে ফরাসি লিগকে অনেকেই ‘ফার্মার্স লিগ’ নামে ডাকত। তার কারণও রয়েছে। লিগে নিম্নমানের ক্লাবগুলোর পাশাপাশি একচেটিয়া প্রতিযোগিতা বিদ্যমান ছিল। এরপর ব্রাজিলিয়ান এই তারকা যোগ দিয়ে লিগটিকে কিছুটা ওপরে তোলে। আর মেসি যাওয়ার পর সেটি আরও খ্যাতি পায়। কিন্তু এই খ্যাতি বেশিদিন টিকেনি।  

পিএসজি ছাড়ার আগে নিজের অস্বস্তির কথা বলে যান আর্জেন্টাইন সুপারস্টার। তিনি জানিয়েছিলেন, তার পরিবার এখানে স্বস্থিতে বসবাস করতে পারছে না। ক্লাব ছাড়ার আগে একই ধারণা দিয়ে যান নেইমার। তিনি জানান ‘মনে হয় দোযখে বাস করছি’। আর এই দুই তারকা ক্লাব ছাড়ার পর ফরাসি লিগের মান আগের মতোই কমে যাচ্ছে।

এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর সৌদি লিগ বেশ কয়েকজন তারকা ফুটবলার নিয়ে আসে। একে একে যোগ দেন করিম বেনজেমা, এনগোলো কঁতে, নেইমারসহ আরও অনেক তারকা। দিন দিন নিজেদের খ্যাতি বাড়িয়ে যাচ্ছে লিগটি। তাইতো ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এমন মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।