ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রুবিয়ালেসের ‘চুমু-কাণ্ডে’ ফিফার সিদ্ধান্তই মেনে নেবে উয়েফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
রুবিয়ালেসের ‘চুমু-কাণ্ডে’ ফিফার সিদ্ধান্তই মেনে নেবে উয়েফা

নারী বিশ্বকাপের ফাইনালের পর স্প্যানিশ ফুটবল প্রধান লুইস রুবিয়ালেসের চুমু-কাণ্ড নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। যেটি এখনও চলমান।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন। তিনি অবশ্য কোনো মন্তব্য না করেই বিষয়টির সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন ফিফার উপর।

স্পেন দলের জেনিফার এরমোসোর ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন রুবিয়ালেস। পরবর্তীতে বিষয়টির জন্য ক্ষমাও চান তিনি। তবে এতে খুব বেশি লাভ হয়নি। গত শনিবার এই কাণ্ডের জন্য তাকে তিন মাসের সাময়িক নিষেধাজ্ঞা দেয় ফিফা। তদন্ত এখনও চলমান। শেষ হলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থাটি।  

রুবিয়ালেসের এই বিষয়টি নিয়ে ফরাসি দৈনিক লেকিপের সঙ্গে আলাপচারিতায় এই কারণে হতাশা প্রকাশ করেন চেফেরিন। তিনি বলেন, ‘আমি একজন আইনজীবী এবং ফিফার সহ-সভাপতিদের একজন। তার (রুবিয়ালেস) ঘটনাটি আন্তর্জাতিক ফেডারেশনের আইন-শৃঙ্খলা বিভাগের হাতে। আমি কোনো মন্তব্য করলে তা চাপ সৃষ্টি করবে। আমাকে বলতেই হবে, আমি খুবই হতাশ যে এই ধরনের ঘটনা স্প্যানিশ জাতীয় দলের জয়কে ছাপিয়ে গেছে। ’

এই চুমু কাণ্ডে উয়েফার কি মত সে সম্পর্কে মন্তব্য করতে নারাজ সংস্থাটির সভাপতি। তিনি ফিফার সিদ্ধান্তকে মেনে নেবেন বলেই জানান। চেফেরিন বলেন, ‘নিশ্চিতভাবেই, সে যে কাজটি করেছে তা ছিল অনুপযুক্ত। আমরা সবাই এটা জানি। আশা করছি, সেও জানে এটা যে অনুচিত ছিল। এই মুহূর্তে এটাই যথেষ্ট, কারণ আইন-শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নেবে। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।