ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন বেলজিয়ান উইঙ্গার দোকু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন বেলজিয়ান উইঙ্গার দোকু

আগেই মৌখিক চুক্তি করে রেখেছিল ম্যানচেস্টার সিটি। এবার শেষ হলো আনুষ্ঠানিকতাও।

রেন ছেড়ে বেলজিয়ান উইঙ্গার দোকু পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ক্লাবে।  

এক বিবৃতিতে গতকাল বিষয়টি নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। যেখানে ট্রান্সফার ফি’র ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে বিবিসির প্রতিবেদন বলছে, দোকুকে দলে ভেড়াতে ৫ কোটি ৫৪ লাখ পাউন্ড খরচ করতে হয়েছে সিটিজেনদের।  

২০২০ সালের অক্টোবরে ফরাসি লিগ ওয়ানের ক্লাব রেনে যোগ দেন দোকু। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৯২টি ম্যাচ। গোল করেছেন ১২টি। জাতীয় দলের জার্সিতেও অভিষেক হয়েছে এই উইঙ্গারের। খেলেছেন ১৪টি ম্যাচ।

সিটিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত দোকু। ক্লাবে যোগ দিয়ে তিনি বলেন, ‘আমার জন্য দারুণ একটি দিন, ব্যক্তিগত ও পেশাদার উভয় দিক থেকেই। সিটি বিশ্বের সেরা দল, তাই তাদের সঙ্গে যোগ দেওয়াটা স্পেশাল। ’

‘গত মৌসুমে সিটির খেলা দেখা ছিল দারুণ আনন্দের। ফুটবলে ট্রেবল জেতা সবচেয়ে কঠিন এবং সেটাই তারা করেছে। কল্পনাও করতে পারবেন না, এই দলে যোগ দেওয়া কী রোমাঞ্চকর বিষয়। এখানে শুরু করতে আমার আর তর সইছে না। আশা করি, এখানে সমর্থকদের আমি খুশি করতে পারব। ’

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।