ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ওডেগারের গোলে ১০ জনের আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
ওডেগারের গোলে ১০ জনের আর্সেনালের জয়

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পেয়েছিল জয়ের দেখা। তবে শক্তির বিচারে এগিয়ে ছিল আর্সেনালই।

যদিও দাঁতে দাঁত চেপে লড়াই করে ক্রিস্টাল প্যালেস। কিন্তু ১০ জনের আর্সেনালের কাছে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে বসে স্বাগতিকরা।

সেলহস্ট পার্কে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল দুই দলের কাছেই। ২৯ মিনিটে আর্সেনালের এডি এনকেতিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে।  ৩৬ মিনিটে আরও এক সুযোগ নষ্ট করেন এনকেতিয়া। বিরতির পর অবশ্য তার সুবাদেই সুবর্ণ সুযোগ পায় গানাররা। বক্সের ভেতর তাকে ফাউল করে বসেন প্যালেসের স্যাম জনস্টন।

৫৩ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন মার্টিন ওডেগার। ৬৭ মিনিটে তাকেহিরো তোমিয়াসু দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। একজন বেশি নিয়ে খেলার সুবিধা নিয়ে গানারদের ওপর চাপ সৃষ্টি করে প্যালেস। তবে গোলের দেখা পায়নি তারা। তাই জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।