ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দিবালাকে চেলসিতে টানতে চান সিলভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
দিবালাকে চেলসিতে টানতে চান সিলভা

গত মৌসুমটা খুব বাজে কেটেছে ইংলিশ ক্লাব চেলসির। যে কারণে দলটির বেশিরভাগ ফুটবলার ছেড়েছেন ক্লাব।

এরইমধ্যে আশার খবর শোনা যাচ্ছে, আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা যোগ দিতে পারেন ব্লুজ শিবিরে। দলটির অধিনায়ক দিয়েগো সিলভাও খুব করে চান এই চুক্তিটা হোক।

জুভেন্টাস ছেড়ে গত বছর তিন বছরের চুক্তিতে রোমায় যোগ দেন দিবালা। বড় আয়োজন করে আর্জেন্টাইন এই তারকাকে স্বাগত জানায় ক্লাবটি। ভক্তদের সেই ভালোবাসার প্রতিদান দিলেন দিবালাও। দলকে ইউরোপা লিগের ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে রাখেন বড় অবদান। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ৩৮ ম্যাচ খেলে তিনি করেন ১৮টি গোল, সতীর্থদের দিয়ে করান ৮টি।

ছন্দে থাকা দিবালাকে তাইতো খুব করে চাইছেন চেলসি অধিনায়ক। নতুন করে যোগ দেওয়া কোচ মাওরিসিও পচেত্তিনোর অধীনে ভালো করবেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড, এমনটাই ভাবছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। সম্প্রতি ‘এফওয়ান রেস’ দেখতে গিয়ে স্কাই স্পোর্ট ইতালিয়ার সঙ্গে এক আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।

সিলভা বলেন, ‘আমি পাওলো দিবালাকে এখানে দেখেছি, (সংবাদমাধ্যম) দিবালার চেলসিতে যোগ দেওয়া নিয়ে খবর আসছে। আমি তার সঙ্গে কথা বলেছি এবং জিজ্ঞাসা করেছি সে (চেলসিতে) আসবে কিনা। সে বিশ্বমানের খেলোয়াড়। আমি তার সঙ্গে খেলতে চাই এবং তাকে দলে টানতে পারলে দারুণ হবে। দেখা যাক কী হয়। ’

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।