ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আগামীকাল শুরু সাফের মাঠের লড়াই

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুন ২০, ২০২৩
আগামীকাল শুরু সাফের মাঠের লড়াই

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু হচ্ছে আগামীকাল থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেপাল-কুয়েত।

দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২২ জুন; প্রতিপক্ষ লেবানন।

ভিসা জটিলতার কারণ পাকিস্তানের সাফে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আগামীকাল সকালেই ভারতে পৌঁছাবে দলটি।

সাফের লড়াই শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কাবরেরা। বললেন এখন তার ভাবনায় ‍শুধুই লেবানন ম্যাচ। বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে অনেকটাই এগিয়ে লেবানন। তাদের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না বলেই জানিয়েছেন তিনি। বাংলাদেশের কোচ বলেন, ‘লেবানন আমাদের চেয়ে অনেক এগিয়ে। তারা শক্তিশালী প্রতিপক্ষ। তাদের বিপক্ষে আমরা কঠিন লড়াই করতে চাই। ’

সাফের প্রস্তুতি নিতে ঢাকায় ক্যাম্প করেছে বাংলাদেশ জাতীয় দল। এরপর কম্বোডিয়ায় দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়ারা। দুই ম্যাচই জয় করে আত্মবিশ্বাস নিয়ে ভারতে গেছেন তারা। এবার তাদের লক্ষ্য সাফে ভালো কিছু উপহার দেয়া। জয় না পেলেও কঠিন লড়াইয়ে প্রত্যয়ী কাবরেরা। তিনি বলেন, ‘আমরা এখানে একটি ইতিবাচক ফলাফলের আশায় এসেছি। ঢাকায় কিছুদিন ক্যাম্প করে কম্বোডিয়ায় একটি ম্যাচ খেলে এসেছি ব্যাঙ্গালোরোতে। সেই ধারাবাহিকতায় আমরা এই টুর্নামেন্টে ইতিবাচক ফলাফলই আশা করি। ’

ভারতে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে রানার্স-আপ হয়েছে লেবানন। দলটির কোচ আলেকজান্ডার সাফ টুর্নামেন্টকে একটু ভিন্নভাবেই দেখছেন। তার মতে এটা একটা অভিজ্ঞতা অর্জনের টুর্নামেন্ট। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টটি আমাদের জন্য অন্যরকম। এই প্রথম এখানে খেলার সুযোগ হচ্ছে। অনেক নতুন দলের মুখোমুখি হবো। আমরা অনেকদিন থেকেই খেলছি ভারতে। সাম্প্রতিক সময়ে আমরা খুব অল্প ম্যাচ খেলেছি। এই টুর্নামেন্টে আমাদের নতুন কিছু অভিজ্ঞতা হবে বলে আমি আশাবাদী। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।