ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

লুকাকু অধিনায়কত্ব পাওয়ায় ‘অভিমানে’ দল ছাড়লেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুন ২০, ২০২৩
লুকাকু অধিনায়কত্ব পাওয়ায় ‘অভিমানে’ দল ছাড়লেন কোর্তোয়া

গত ডিসেম্বরে জাতীয় দল থেকে অবসর নেন এডেন হ্যাজার্ড। তার পরিবর্তে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় কেভিন ডি ব্রুইনাকে।

কিন্তু ইনজুরির কারণে ইউরো বাছাইয়ের দুটি ম্যাচ থেকে ছিটকে যান তিনি। তাই অস্ট্রিয়ার বিপক্ষে বেলজিয়ামের অধিনায়ক করা হয় রোমেলু লুকাকুকে। কিন্তু এমন সিদ্ধান্তে নাখোশ হয়ে দল ছেড়ে বাড়ি চলে গেছেন থিবো কোর্তোয়া।

বেলজিয়াম গোলরক্ষকের হতাশা বেশ বিস্মিত করেছে কোচ দমেনিকো তেদেস্কোকে। অস্ট্রিয়ার সঙ্গে ১-১ গোলের ড্রয়ের পরই এস্তোনিয়ার বিপক্ষে না খেলার কথা কোচকে জানিয়ে দেন কোর্তোয়া।

তেদেস্কো বলেন, ‘সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অস্ট্রিয়ার বিপক্ষে লুকাকু নেতৃত্ব দেবে আর এস্তোনিয়ার বিপক্ষে কোর্তোয়া। সবাই এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। কিন্তু অস্ট্রিয়া ম্যাচের পর কোর্তোয়া হঠাৎ আমার কাছে এসে বলল, সে বাড়ি ফিরে যাবে। কারণ, সে হতাশ এবং মনে করছে তাকে অপমান করা হয়েছে। ’

‘শুরু থেকে আমি কোর্তোয়াকে প্রাপ্যটা দেওয়ার চেষ্টা করেছি। আমার চোখে সে বিশ্বসেরা গোলরক্ষক। শুধু গোলরক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও তাকে পছন্দ করি। ওর কথা শুনে আমি অবাক ও বিস্মিত হয়েছি। ’

কোর্তোয়ার বাবার মতে, হাঁটুর ইনজুরির কারণেই দল ছেড়েছেন তিনি। কিন্তু তেদেস্কো বলেন , ‘এখন এসব নিয়ে কথা বলার সঠিক সময় নয়। আমিও যদি বলতে পারতাম এটা একটা চোট! কিন্তু মিথ্যা বলতে পারি না। আমি সবসময় খেলোয়াড়দের রক্ষা করার চেষ্টা করি, কিন্তু এই পরিস্থিতিতে এটা করা অসম্ভব। তাকে আরও দুই-চারদিন থেকে যাওয়ার কথা বলার চেষ্টা করেছিলাম আমি। ’

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।