ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

এমবাপ্পের রেকর্ডের রাতে ফ্রান্সের জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমবাপ্পের রেকর্ডের রাতে ফ্রান্সের জয়

ইউরো বাছাইপর্বে জয়ের ধারা ধরে রাখল ফ্রান্স। গ্রিসকে ১-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে তারা।

দলের একমাত্র জয়সূচক গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। সেই গোলের মাধ্যমে আরও এক রেকর্ডে নাম লেখালেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে ভালোই লড়াই করেছিল গ্রিস। পুরো ৪৫ মিনিট আটকে রাখে ফ্রান্সের আক্রমণভাগ। বিরতির পর অবশ্য নিজেদের ভুলেই পথ হারায় সফরকারীরা। ৫৫ মিনিটে বক্সের ভেতরে অন্তোয়ান গ্রিজমানকে ফাউল করে বসেন মাভরোপানোস।

পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৪ গোল নিয়ে মৌসুম শেষ করলেন তিনি। ফ্রেঞ্চ ফুটবলারদের মধ্যে এক মৌসুমে যা সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ১৯৫৭-৫৮ মৌসুমে ৫৩ গোল করা কিংবদন্তি জুস্ত ফন্তেইনের।

পিছিয়ে যাওয়ার ১৫ মিনিট পর ১০ জনের দলে পরিণত হয় গ্রিস। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স।  

বাছাইপর্বের আরেক ম্যাচ উত্তর মেসিডোনিয়াকে নিয়ে ছেলেখেলা করেছে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে ৭-০ গোলের জয় পায় তারা। হ্যাটট্রিক করেন বুকায়ো সাকা। এছাড়া জোড়া গোল আসে হ্যারি কেইনের থেকে। ফ্রান্সের সমান ১২ পয়েন্ট নিয়ে ‘সি’গ্রুপের শীর্ষে আছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।