ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্বজয়ের ৬ মাস, ছয়টি ফটোতে সুখস্মৃতি রোমন্থন করলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
বিশ্বজয়ের ৬ মাস, ছয়টি ফটোতে সুখস্মৃতি রোমন্থন করলেন মেসি

গতকাল (১৮ জুন) বিশ্বকাপ জয়ের ছয় মাস পূর্ণ হলো লিওনেল মেসির। এদিন তাই উচ্ছ্বাস নিজের মধ্যে ধরে রাখতে পারলেন না এই তারকা।

ভক্তদেরকেও জানিয়ে দিলেন। ছবি পোষ্ট করে রোমন্থন করলেন সেই সুখস্মৃতি।  

অর্জনে ভরপুর মেসির ক্যারিয়ারে কেবল অভাব ছিল বিশ্বকাপের। ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে কাঙ্ক্ষিত সেই শিরোপা করে নিলেন নিজের। ৩-৩ ব্যবধানে ম্যাচটি ড্র হলে পেনাল্টিাতে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। সেদিন মেসি ভাসলেন উচ্ছ্বাসে। ধীরে ধীরে কেটে গেল ছয় মাস; এখনও সেই স্মৃতি যেন তার কাছে তাজা। ইনস্ট্রাগ্রামে বিশ্বকাপ জেতার সেরা ছয়টি ছবি প্রকাশ করেই সেটিই যেন জানান দিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।  

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা এখন অবস্থান করছে ইন্দোনেশিয়ায়। মেসি অবশ্য রয়েছেন ছুটিতে। পরিবারকে সময় দিচ্ছেন তিনি। তবে বিশ্বকাপের স্মৃতি এখনও যেন তার কাছে তাজা। গতকাল ইনস্টাগ্রামে দেখা যায় ছয়টি ছবি পোস্ট করেছেন।  

যেখানে শুরুর ছবিতে দেখা যায় মেক্সিকোর বিপক্ষে গোল করার মুহূর্ত। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে নাহুয়েল মোলিনার গোলের পর উদযাপন, ক্রোয়েশিয়ার বিপক্ষে ডিফেন্ডার জোসকো গার্ডিওলের বিপক্ষে লড়াই, ফাইনাল ম্যাচের শেষমুহূর্তে কোলো মোয়ানির শট এমিলিয়ানো মার্তিনেস কর্তৃক ঠেকিয়ে দেওয়া এবং সর্বশেষ সতীর্থদের সঙ্গে শিরোপা উচিয়ে ধরার পাশাপাশি পরিবারের সঙ্গে শিরোপা উদযাপন।  

পোস্টের ক্যাপশনে মেসি লিখেন, ‘সবচেয়ে সুন্দর কিছু অর্জনের অর্ধবছর কেটে গেল। ছয় মাস কেটে গেল, আমি এখনও সবকিছু সম্পর্কে চিন্তা করা থামাতে পারছি না। কি পরিমাণ লড়েছিলাম আমরা এবং এখনও সে মুহূর্তগুলো উপভোগ করছি। ’

‘বিশ্বকাপকে ছবির মাধ্যমে প্রকাশ করা যদিও অসম্ভব, তবে আমি কিছু ছবি উল্লেখ করেছি যেগুলোর কোনো অ্যালবামেই ঠাই হবে না। কিন্তু গত ছয় মাস আগে ঘটে যাওয়া মুহূর্তগুলো থেকে আমি কিছু শেয়ার করতে চাই যেগুলো আমি অনেক বেশি মনে করি আর আমাকে যেগুলো আমাকে অনেক বেশি শান্তি দেয়। ’ 

‘আজ আমি সকলের পিতা-মাতাকেও অভিনন্দন জানাতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।