ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বেঙ্গালুরুতে হোটেল বদলালেন জামালরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
বেঙ্গালুরুতে হোটেল বদলালেন জামালরা

বেঙ্গালুরুতে পৌঁছানোর পরের দিনই হোটেল বদল করল বাংলাদেশ ফুটবল দল। আগের হোটেলে রুমের আকার ছোট ও খাবারের সমস্যায় থাকা বেশ ঝামেলায় পড়েছিলেন জামাল ভূঁইয়ারা।

ভ্রমণক্লান্তিতে বেশ কয়েকজন ফুটবলারের জ্বর হয়েছে বলে জানান দলের ম্যানেজার আমের খান।  

তিনি বলেন, ‘আমরা যে হোটেলে উঠেছে তা সুবিধার নয়। হোটেলের খাওয়াদাওয়া আর পরিবেশও আমাদের প্রত্যাশিত মানের ছিল না। ফলে বাধ্য হয়ে সকাল থেকে হোটেল খুঁজতে থাকি। সন্ধ্যার দিকে নতুন হোটেলে উঠেছি। এই হোটেলে ভারত ও কুয়েত উঠবে। আমরাও এখানে থাকতে চাওয়ার বিষয়টি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জানিয়েছি। ’

‘ম্যাচের পরদিনই খেলোয়াড়রা রওনা দিয়েছিল। কম্বোডিয়া থেকে থাইল্যান্ড এরপর ভারত। লম্বা ভ্রমণে সোহেল রানার (সিনিয়র) কিছুটা জ্বর এসেছে। আরও দুয়েকজনও একটু ক্লান্ত। ’

বেঙ্গালুরু বিমানবন্দরে এসে খানিকটা ভোগান্তিতে পড়েছিলেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। বাংলাদেশি ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মকর্তারা ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন। বিদেশি কোচিং স্টাফরা ই-ভিসা নিয়ে যান। কোচিং স্টাফদের ভিসা ইস্যুতে বিমানবন্দরে একটু অতিরিক্ত সময় লাগে বলে জানান আমের, ‘বিমানবন্দরে আমরা প্রায় দেড় ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে কোচদের ই-ভিসা সংক্রান্ত বিষয়ে। এতে সবার মধ্যে ক্লান্তি আরও বেশি ভর করে। ’ 

শনিবার ফুটবল দল হোটেলে রিকভারি সেশন করেছে। আজ (রোববার) বিকেল থেকে মাঠের অনুশীলনে নামবেন জামাল-তপুরা।

আমের খান বলেন, মূল স্টেডিয়ামের পাশেই একটি মাঠ আছে, সেখানে অনুশীলন করবো আমরা। ’

আগামী ২১ জুন বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ২২ জুন লেবাননের বিপক্ষে। 'বি' গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান। 'এ' গ্রুপে ভারতের সঙ্গে আছে কুয়েত, নেপাল ও পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।