ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ভারতে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
ভারতে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা

সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। সাফের প্রস্তুতি নিতে কম্বোডিয়ায় ছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

সেখান থেকেই ব্যাংকক হয়ে আজ ভারতের ব্যাঙ্গালোরে পৌঁছেছেন তারা।

এর আগে সাফের প্রস্তুতি হিসেবে কম্বোডিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কম্বোডিয়ার প্রিমিয়ার লিগের ক্লাব টিফি আর্মি এবং কম্বোডিয়ার জাতীয় দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ও পেয়েছে তারা। ফলে আত্মবিশ্বাস নিয়েই সাফমিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।  

সাফের ময়দানি লড়াই শুরু হবে আগামী ১৯ জুন থেকে।  তবে বাংলাদেশের মাঠের লড়াই শুরু হবে ২২ জুন।  প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী লেবানন।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ১৭,২০২৩ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।