ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সাফে ভালো কিছুর প্রত্যাশা জনির

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
সাফে ভালো কিছুর প্রত্যাশা জনির

মজিবুর রহমান জনির গোলে আজ (১৫ জুন) কম্বোডিয়ার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ২৪ মিনিটের করা তার গোলই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।

এবার সাফ চ্যাম্পিয়নশিপে দলের জন্য ভালো কিছু করতে চান বলে জানিয়েছেন জনি।

বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পেলেন জনি। ১৯ জুন থেকে শুরু হচ্ছে সাফ  চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের সাফ মিশন শুরু হবে ২২ জুন থেকে। এই গোল সাফের আগে ভালো কিছুর প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন জনি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে গোল করেছি, আমি অনেক খুশি। কোচের পরিকল্পনা ছিল আমাকে নিয়ে, সেটা পূরণ করতে পেরেছি। তাই খুবই খুশি। এবার সাফে ভালো কিছু করব। এটা আমার প্রথম আন্তর্জাতিক গোল, আমি চাই সাফে গোল করব, অ্যাসিস্ট করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাফে গিয়ে আমি যেন গোল করতে পারি, আমরা যেন ভালো করতে পারি। ’

টিফফি আর্মি ও স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জয় সাফে কাজে লাগবে বলেও বিশ্বাস জনির। তিনি বলেন, ‘আমি মনে করি, সাফের আগে এমন একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি, যেটা আমার এবং দলের জন্য অনেক ভালো। আমরা সাফে গিয়ে ভালো ফল করব ইনশাল্লাহ। ’

ম্যাচের পর কম্বোডিয়ার প্রশংসা করে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের কাবরা বলেন, ‘এমন জয়ে ভীষণ খুশি। আমরা জানতাম কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচটা খুব কঠিণ হবে। কারণ টেকনিক্যালি কম্বোডিয়া জাতীয় দলটা অনেক এগিয়ে। সামর্থ্যের দিক থেকেও তারা অনেক এগিয়ে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, তারা যাতে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে না পারে। তবে আমরা সবসময় যা চাই, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে, সেটাই চেষ্টা করে গেছি। এই পর্যায়ে আমরা খুব বেশি ভালো ফুটবল খেলতে পারি না। তাই এই জয়টার মাহাত্ম অনেক। এটা সত্য যে ওদের বিপক্ষে জয় পাওয়া মোটেই সহজ নয়। ’

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ১৫ জুন, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।