ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সাফের প্রথম ম্যাচে অনিশ্চিত তারিক কাজী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
সাফের প্রথম ম্যাচে অনিশ্চিত তারিক কাজী

কম্বোডিয়ার বিপক্ষে আজ (১৫ জুন) ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। তবে দলের এই জয়ের আনন্দের সঙ্গে দুঃসংবাদও রয়েছে জামাল ভূঁইয়াদের জন্য।

লাল কার্ড (দুটি হলুদ কার্ড) দেখার ফলে সাফে প্রথম ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজীর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

২২ জুন ভারতে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে তারিক খেলতে না পারলে তা বাংলাদেশ দলের জন্য অনেক বড় ধাক্কাই। যদিও এখনও নিশ্চিত নয় সেটি। শেষ হওয়া ম্যাচটির পরে কমিশনার সেং সারাথের পূর্ণাঙ্গ ম্যাচ রিপোর্টের পরে জানা যাবে ব্যাপারটি।  

দ্বিতীয়ার্ধে কম্বোডিয়ার খেলোয়াড়কে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার। ম্যাচের একদম শেষ মুহুর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তারিক। ম্যাচ শেষ হতে কয়েক সেকেন্ড মাত্র বাকী। বাংলাদেশ এগিয়ে ১-০ গোলে। স্বভাবতই দলের খেলোয়াড়রা ব্যস্ত সময়ক্ষেপণে। বাংলাদেশের সেন্টারব্যাক হঠাৎ শুয়ে পড়লেন নিজেদের বক্সে। রেফারি তাকে দ্রুত উঠে যেতে তাগিদ দিচ্ছিলেন। ঠিক তখনই রেফারির সঙ্গে তর্ক জুড়ে দিলেন বাংলাদেশের রক্ষণভাগের প্রধান অস্ত্র তারিক কাজী। রেফারি সেটা ভালোভাবে নেননি। সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলেন দ্বিতীয় হলুদ কার্ড। তারিক কাজী বাধ্য হলেন মাঠ ছাড়তে।

এখন ম্যাচ রেফারির রিপোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। সাফে বাংলাদেশ খেলবে  ‘বি’ গ্রুপে। গ্রুপের সবচাইতে কঠিন প্রতিপক্ষই লেবানন। তাদের বিপক্ষে তারিককে দলে না পাওয়া বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদই হবে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।