ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বেলিংহ্যামকে ছাড়াই ইউরো বাছাইয়ে খেলবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুন ১২, ২০২৩
বেলিংহ্যামকে ছাড়াই ইউরো বাছাইয়ে খেলবে ইংল্যান্ড

চোটের কারণে খেলতে পারেননি বরুশিয়া ডর্টমুন্ডের শিরোপা নির্ধারণী ম্যাচে। সেই চোট থেকে সেরে ওঠেননি এখনও।

ফলে ইংল্যান্ডের হয়ে ২০২৪-এর উয়েফা ইউরো বাছাইপর্বেও থাকবেন না জুডে বেলিংহ্যাম।  

ইনজুরিতে পড়ার আগে অবশ্য বল পায়ে দুর্দান্ত ছিলেন বেলিংহ্যাম। নির্বাচিত হয়েছেন বুন্দেসলিগার ২০২২-২৩ মৌসুমের সেরা খেলোয়াড়ও। কিন্তু শেষদিকে এসে বাধা হয়ে দাঁড়ায় হাঁটুর চোট। লিগের শেষ ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন হতো তার দল ডর্টমুন্ড। সেই ম্যাচে ২-২ ব্যবধানে ড্র হয়। ফলে বায়ার্ন মিউনিখের সঙ্গে গোল ব্যবধানে পার্থক্যের কারণে দুইয়ে থেকে মৌসুম শেষ করতে হয় ক্লাবটিকে।

ইউরো বাছাইয়ে বেলিংহ্যামের পাশাপাশি লুইস ডাঙ্কেকেও পাচ্ছে না ইংল্যান্ড। তাকে অবশ্য দুইটি ম্যাচের দলে রেখেছিলেন কোচ গ্যারেথ সাউথগেট। কিন্তু ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এই ডিফেন্ডারকে।  

শুক্রবার (১৬ জুন) মাল্টার বিপক্ষে শুরু হবে ইংল্যান্ডের বাছাইপর্ব মিশন। পরবর্তী ম্যাচে ১৯ জুন নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে খেলবে তারা।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ১২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।