ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

কম্বোডিয়াকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুন ১১, ২০২৩
কম্বোডিয়াকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে বর্তমানে কম্বোডিয়ায় আছে বাংলাদেশ জাতীয় দল। হাভিয়ের কাবরেরার দলে ডাক পেয়েও দলের সঙ্গে কম্বোডিয়া যেতে পারেনি দুই ডিফেন্ডার ইসা ফয়সাল এবং বিশ্বানাথ ঘোষ।

ভারতের ভিসা না পাওয়ায় দলের সঙ্গে যেতে পারেনি তারা। ফলে তাদের ছাড়াই পরিকল্পনা করতে হচ্ছে কোচ কাবরেরাকে।

আগামীকাল কম্বোডিয়ার প্রিমিয়িার লিগের ক্লাব টিফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচে ভালো করার বিষয়ে আশাবাদী কাবরেরা।  

আজ কম্বোডিয়ায় প্রথম অনুশীলন করেছেন ফুটবলাররা। এখন পর্যন্ত সবকিছু ইতিবাচক আছে বলে জানিয়েছেন কোচ কাবরেরা। তিনি বলেন, ‘আমরা গকতাল কম্বোডিয়া পৌঁছেছি। এখন পর্যন্ত সব কিছুই ইতিবাচক রয়েছে। দল পর্যাপ্ত বিশ্রামের সময় পেয়েছে। আজকে সকালে আমরা রিকভারি সেশন করেছি। এরপর আমরা বিকেলে অনুশীলন করেছি। দল ভালো করছে। আমরা টেকটিক্যাল দিকটায় আজ বেশি জোর দিয়েছি। এছাড়াও সেট পিসের অনুশীলন করেছি। আমরা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত। ’

‘আমরা জাতীয় দলের সঙ্গে দুটি ম্যাচ খেলতে চেয়েছিলাম। তবে তা হয়নি। তবে আগামীকালের ম্যাচটা আমাদের প্রস্তুতিতে সহায়ক হবে। তারা কম্বোডিয়ার প্রিমিয়ার লিগের শক্তিশালি দল। তাদের দলের জাতীয় দলের বেশ কিছু ফুটবলার রয়েছে। বিদেশী ফুটবলার রয়েছে। সাফের আগে এই ম্যাচও আমাদের অনেক সহায়তা করবে। ’

এই ম্যাচে ইসা ফয়সাল এবং বিশ্বনাথ ঘোষকে না পেলেও কম্বোডিয়ার বিপক্ষের ম্যাচে তাদের দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা আছেন। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আগামীকাল তাদের পাসপোর্ট পাওয়ার কথা রয়েছে। দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে গেলে রাতের ফ্লাইটে তারা কম্বোডিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন। ’

কম্বোডিয়ার বিপক্ষে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কারবেরা। তার মতে, এই ম্যাচে জয় দিয়ে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে। তিনি বলেন, ‘কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আত্মবিশ্বাসী। এটা সাফের ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে। কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচটা সহজ  হবে না। তারা শক্ত প্রতিপক্ষ। তবে আমি বিশ্বাস করি আমরা তাদের বিপক্ষে তিন পয়েন্ট অর্জন করতে পারবো। ’

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।