ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

স্ট্যান্ড থেকে পড়ে সমর্থকের মৃত্যু, আর্জেন্টিনায় ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুন ৪, ২০২৩
স্ট্যান্ড থেকে পড়ে সমর্থকের মৃত্যু, আর্জেন্টিনায় ম্যাচ বাতিল

স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড থেকে পড়ে সমর্থকের মৃত্যুর পর বাতিল হয়েছে আর্জেন্টিনার শীর্ষ লিগের একটি ম্যাচ।  

গতকাল ঘরের মাঠ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রিমেরা ডিভিশনের শীর্ষে থাকা রিভার প্লেট মুখোমুখি হয়েছিল দিফেন্সা ওয়াই জাস্তিসিয়ার।

সেই ম্যাচ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয় রিভার প্লেট সমর্থকের। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জায়গাটি ঘিরে রাখেন। ম্যাচ রেফারি ফার্নান্দো রাপায়িনি পরিস্থিতি দেখে ম্যাচ বাতিল করে দেন।

রিভার প্লেটের পক্ষ থেকে পরে জানানো হয়, পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া ওই সমর্থকের নাম পাবলো মার্সেলো সারানো। তিনি পড়ে যাওয়ার পর মেডিক্যাল সার্ভিসের সদস্যরা সেখানে ছুটে যান এবং নিরাপত্তাবাহিনী জায়গাটি ঘিরে রাখেন। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।  

ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনার সময় সিভোরি আলতা গ্র্যান্ড স্ট্যান্ডের ৯০ শতাংশ পূর্ণ ছিল। ঘটনার সঙ্গে তৃতীয় কারো জড়িত থাকা এবং কোনো প্রকার সংঘর্ষের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে রিভার প্লেট। তবে ওই সমর্থকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।