ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

৬ জুন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দিতে চায় আল হিলাল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুন ৩, ২০২৩
৬ জুন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দিতে চায় আল হিলাল!

লিওনেল মেসির পরবর্তী গন্তব্য কোথায়- সৌদি আরবের ক্লাব আল হিলাল নাকি বার্সেলোনা? এনিয়ে যেন জল্পনা-কল্পনার শেষ নেই। কদিনের মধ্যেই সবকিছু পরিষ্কার করবেন মেসি।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের খবর, আগামী ৬ জুন মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দিতে চায় আল হিলাল। এখন কেবল আর্জেন্টাইন ফরোয়ার্ডের ‘হ্যাঁ’র অপেক্ষায় আছে সৌদি ক্লাবটি।

পিএসজির জার্সিতে আজ নিজের শেষ ম্যাচটি খেলবেন মেসি। এমনটাই জানিয়েছিলেন কোচ ক্রিস্তফ গালতিয়ের। তবে এর কিছুক্ষণ পর পিএসজির এক মুখপাত্র জানান, ভুল বক্তব্য দিয়েছেন কোচ। পিএসজির হয়ে নয় বরং এই মৌসুমে নিজের শেষ ম্যাচ খেলবেন মেসি। তবে বার্সা কোচ জাভি হার্নান্দেজ জানান, আগামী সপ্তাহেই ভবিষ্যৎ ঠিক করবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ঘরের ছেলে ঘরে ফেরাতে উদ্গ্রীব হয়ে আছে বার্সাও। জাভি বলেছেন, মেসির জন্য তাদের দরজা সবসময় খোলা। কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাঠায়নি কাতালান ক্লাবটি। তাই মেসির বার্সায় যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।

অন্যদিকে প্রতি মৌসুমে মেসিকে ৪০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দিতে রাজি আল হিলাল। আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠিয়েছে তারা। গত জানুয়ারিতে মৌসুমপ্রতি ২০০ মিলিয়ন ইউরো দিয়ে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে সৌদি আরবের আরেক ক্লাব আল নাসর। যেই লড়াইটা শেষ হয়ে গেছে বলা ধারণা করেছিলেন, সেটাই যেন আবার জেগে উঠতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।