ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চাইলেন লা লিগা সভাপতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ২৫, ২০২৩
ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চাইলেন লা লিগা সভাপতি

বর্ণবাদের শিকার হয়ে স্প্যানিশ ফুটবলকে কাঠগড়ায় তোলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তা ভালো চোখে নেননি লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

উল্টো দু-চার কথা শুনিয়ে দেন ভিনিসিয়ুসকে। কিন্তু ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে, যার জের ধরে শেষ পর্যন্ত ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চান তিনি।

ইএসপিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, ‘আমার মনে হয়, আমার যে উদ্দেশ্য ছিল সেটা অনেক মানুষই বুঝতে পারেননি, বিশেশ করে ব্রাজিলে। আমি ভিনিসিয়ুসকে আক্রমণ করতে চাইনি। তবে বেশিরভাগ লোক সেটাই বুঝেছে। আমার ক্ষমা চাইতে হবে। এটা আমার উদ্দেশ্য ছিল। বাজে সময়ে নিজেকে বাজেভাবে প্রকাশ করেছি আমি। ’

‘যদি কাউকে আঘাত করে থাকি, তাহলে এর জন্য দুঃখিত। তারা ভেবেছিল আমি বর্ণবাদী। কিন্তু বাস্তবতা ভিন্ন। যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত এবং এ কারণেই সেই ঘটনার নিন্দা জানিয়েছি আমরা। শুধু নিন্দাই নয়, বিশেষ পদক্ষেপও নিয়েই আমরা। ’

গত রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার সময় বর্ণবাদী আক্রমণের শিকার হন ভিনিসিয়ুস। পরে ইনস্টাগ্রামে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড লেখেন, ‘এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস জোগায়। বলতে বাধ্য হচ্ছি, স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে। ’

এর বিপরীতে ভিনিসিয়ুসকে বেশ আক্রমণাত্মক জবাবই দিয়েছিলেন তেবাস, ‘বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কী করে এবং করতে পারে, এ বিষয়ে যেহেতু ব্যাখ্যা করা হয়নি, আমরা আপনাকে সেটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম। কিন্তু নিজেরই অনুরোধ করা নির্ধারিত দুটি তারিখে আপনি উপস্থিত হননি। লা লিগার সমালোচনা ও অপমান করার আগে নিজের সম্পর্কে সঠিকটা জানা উচিত। নিজেকে অন্যের সুবিধা অনুযায়ী ব্যবহার হতে দেবেন না। নিশ্চিত করুন যে উভয় পক্ষের কর্মদক্ষতা এবং আমরা একত্রে যা করছি, সে সম্পর্কে আপনার সম্পূর্ণ জানাশোনা আছে। ’ 

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।