ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সিঙ্গাপুর জয় করে দেশে ফিরলেন সুরভীরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মে ১, ২০২৩
সিঙ্গাপুর জয় করে দেশে ফিরলেন সুরভীরা

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অ-১৭ নারী ফুটবল দলকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

তিনি সবাইকে মিষ্টিমুখ করান।  

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ে বাংলাদেশ ‘ডি’ গ্রুপে ছিল। প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। পরের ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে তারা। যেখানে জোড়া গোল করেন সুরভী আকন্দ প্রীতি।  

তিন দলের মধ্যে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ০১, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।