ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

নটিংহ্যামকে হারিয়ে তিনে ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
নটিংহ্যামকে হারিয়ে তিনে ইউনাইটেড

পুরো ম্যাচে আধিপত্য বজায় রাখা ম্যানচেস্টার ইউনাইটেডকে শুরুতেই এগিয়ে নিলেন আন্তনি। পরে আবার ব্যবধান বাড়ান দিয়েগো দালোত।

তাদের গোলে জয় নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে এরিক টেন হাগের শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় ইউনাইটেড। এই জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে ক্লাবটি। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

শুরু থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণের পরীক্ষা নিতে থাকে ইউনাইটেড। তবে কেইলর নাভাস বারবার রুখে দিচ্ছিলেন তাদের। তবে ৩২তম মিনিটে গিয়ে অবশেষে রক্ষণদেয়াল ভেদ করতে পারে রেড ডেভিলসরা। মার্শিয়ালের প্রথম শট নাভাস ঠেকিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন আন্তনি।

বিরতির পর আগের গতিতেই খেলতে থাকে ইউনাইটেড। ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দালোত। প্রথম গোলস্কোরার আন্তনির পাস থেকেই জাল খুঁজে নেন পর্তুগিজ ডিফেন্ডার।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।