ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

‘বাফুফের অবস্থা এতটা খারাপ নয় যে দল পাঠাতে পারবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
‘বাফুফের অবস্থা এতটা খারাপ নয় যে দল পাঠাতে পারবে না’

দেশের ফুটবলে আলোচিত ঘটনা ‘টাকার অভাবে’ নারী সাফজয়ী দলকে অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমারে না পাঠানো। এটা মেনে নিতে পারছেন না বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

টাকার অভাবে  নারী ফুটবল দল মিয়ানমার যেতে না পারার বিষয়টি এটা জানানোই হয়নি তাকে।  জানলে নিজেই টাকার ব্যবস্থা করে দিতেন তিনি।

নারী দলকে মিয়ানমান না পাঠানোর বিষয়ে বাফুফের সমন্বয়হীতার কথাই বললেন সালাম। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, যোগাযোগ সমস্যা এবং ভুল বুঝাবুঝি হয়েছে। চ্যাম্পিয়ন একটা দল বাইরে খেলতে যাবে সেই টাকা জোগাড় হবে না, সেটা হতেই পারে না। এই টুর্নামেন্ট সম্পর্কে যদি আমাকে জানাতো তাহলে সেই অর্থ দেওয়ার যোগ্যতা কিন্তু আমার ছিল। ’

বাফুফে চাইলেই দল মিয়ানমার পাঠাতে পারতো এমনটাই জানালেন সালাম। তিনি বলেন, ‘আমাদের টানাটানি আছে কিন্তু এতোটাও নেই যে, এই দলকে আমরা বাইরে পাঠাতে পারব না। আমরা অর্থের দিক দিয়ে এতোটা দুর্বলও না। তা না হলে ছেলে-মেয়েরা এতো টুর্নামেন্টে খেলতে পারতো না। ’ তার এমন বক্তব্যের পরে প্রশ্ন আসতেই পারে, তবে কি বাফুফের গাফিলতির কারণেই নারী ফুটবল দল মিয়ানমার যেতে পারেনি।

অলিম্পিক বাছাইকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের কাছে আর্থিক সহায়তা চেয়ে চিঠি দিয়েছিল বাফুফে। ফিন্যান্স কমিটির চেয়াম্যানকে না জানিয়েই কীভাবে চিঠি দেয়া হলো? এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখানে যেহেতু অলিম্পিক জড়িত ছিল তাই হয়তো ফেডারেশন আর অলিম্পিক সেই সিদ্ধান্ত নিয়েছে। আমাকে জানায়নি। আমি কোনও ভাবেই এই বিষয়ে অবহিত ছিলাম না। ’

নারী ফুটবল দলের মিয়ানমার সফরের কথা না জানলেও পুরুষ দলের কাতারে ক্যাম্প করার কথা জানেন সালাম। এই নিয়ে অর্থসংস্থানের কাজও শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি। সালাম বলেন, ‘ছেলেদের দল কাতারে যাবে, তাদের প্রস্তুতির ব্যাপার আছে। তারা আমাকে একটা বাজেট দিয়েছে। সেক্রেটারির মাধ্যমে আমার কাছে এটা এসেছে। আমি জানি এই টাকা আমাকে যোগান দিতে হবে। সবার সঙ্গে কথা বলব, এরপর যদি অর্থের জোগাড় না হয় তবে আমি অন্যভাবে ব্যবস্থা করব। কিন্তু আমি বলতে চাচ্ছি, মেয়েদের এই টুর্নামেন্ট সম্পর্কে আমি কোনোভাবেই অবহিত ছিলাম না। ’

নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবলে দল নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সালাম মুর্শেদী। তিনি বলেন, ‘আমি এখন রাজনীতিতে আছি। পরবর্তী প্রজন্মকে অনুরোধ করব ফুটবলের পাশে থাকার জন্য। নারী ফুটবলে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকতে পারে এনভয় গ্রুপ। ’

একইসঙ্গে ফুটবলের সঙ্গে থাকার আগ্রহ দেখিয়েছেন তার ছেলে ইশমাম সালামও, ‘আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে ফুটবলের সঙ্গে থাকব। ’ 

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।