ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

কিংসের মাঠে হতে পারে ওমেন্স সুপার লিগের সব ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
কিংসের মাঠে হতে পারে ওমেন্স সুপার লিগের সব ম্যাচ

বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের নেতৃত্বে ওমেন্স সুপার লিগ আয়োজনের একটি কমিটি গঠিত হয়েছে। আজ (৮ এপ্রিল) শনিবার কমিটির প্রথম সভা আয়োজিত হয়েছে বাফুফে ভবনে।

এই সভায় দলের সংখ্যাসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া নারী ফ্রাঞ্চাইজি ফুটবল লিগে অংশ নেবে চারটি দল। এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে মিটিংয়ের পর জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। মিটিংয়ে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এবং লিগ আয়োজনের উদ্যোক্তা স্পোর্টস ম্যানেজমেন্ট ও মার্কেটিং প্রতিষ্ঠান কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম।

চার দলের অংশগ্রহণে প্রথম ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। খেলা হবে ডাবল লিগ ভিত্তিতে। লিগের ম্যাচ হবে ১২টি। লিগ আকর্ষণীয় করতে থাকবে ফাইনাল। সবমিলিয়ে ম্যাচ হবে ১৩টি। সবগুলো খেলা ঢাকায় আয়োজিত হবে এবং একই মাঠে আয়োজিত হবে বলে জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ। তবে কোন মাঠে আয়োজিত হবে তা এখনো নিশ্চিত হয়নি বলে জানিয়ছেন কিরণ।

ঢাকায় সর্বসাকুল্যে ওমেন্স সুপার লিগে আয়োজন করার মতো ভেন্যু রয়েছে চারটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম, আর্মি স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারেনা। এর মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। কমলাপুরের মাঠে রয়েছে ব্যস্ত সূচি। আয়োজকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনাই। হাসির ছলে এই বিষয়ে একমত হয়েছেন উপস্থিত বাফুফে কর্তারাও।

ভালো মানের লিগ আয়োজন করতেই প্রথম আসর ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন কিরণ। তিনি বলেন, ‘আমরা প্রথম আসর ছোট পরিসরে আয়োজন করছি। কারণ আমরা কোয়ালিটিতে কোনও আপোষ করতে চাই না। লিগের সর্বোচ্চ মান নিশ্চিত করতেই ছোট পরিসরে আয়োজন করা হচ্ছে। ’

এই কথা জানিয়েছেন কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম। তিনি বলেন, ‘বাফুফে এবং আমরা চাই এই আসরে মান নিয়ে কোনও আপোষ না করতে। কারণ এটা বিশ্ব দরবারে আমাদের সম্মানের বিষয়। প্রথম আসর ছোট পরিসরে আয়োজন করা হলেও আগামী দিনগুলোতে ধীরে ধীরে আমরা আসর বড় করবো। ’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার ক্লাবগুলোর মধ্যে কয়েকটি ক্লাবের মালিক পক্ষও নারী ফুটবল লিগে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগে খেলা কয়েকটি ক্লাবের মালিকপক্ষ এবারের আসরে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তবে তাদের নাম এখনই বলতে পারছি না। আগামী সপ্তাহেই কারা দল নিচ্ছে, খেলা কোথায় হচ্ছে এগুলো আমরা জানিয়ে দেবো। ’

দীর্ঘ সময়ের চুক্তিতেও প্রতিষ্ঠাগুলো দল কিনতে পারবে বলে জানিয়েছেন ফাহাদ। তিনি বলেন, ‘আপতত পাঁচটি-ছয়টি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা কেউ কেউ তিন-চার আসরের জন্য দল কিনতে চাচ্ছে। আবার কেউ কেউ প্রথম আসরের জন্যই কিনতে চাচ্ছেন। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। ’

ফ্রাঞ্চাইজি লিগ থেকে আর্থিকভাবে লাভবান হবে বাফুফে, এমনটা জানিয়েছেন ফাহাদ। তিনি বলেন, ‘প্রতিটি দলই নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে দল কিনবে। এর মধ্যে বাফুফেও টাকা পাবে। ’

এই টাকা নারী ফুটবলের উন্নয়নে ব্যায় করা হবে বলে জানিয়েছেন কিরণ। তিনি বলেন, ‘বাফুফে এই ফ্রাঞ্চাইজি লিগ থেকে যে টাকা পাবে তা নারী ফুটবলের উন্নয়নের জন্যই ব্যয় করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।