ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

ভুটানকে বিধ্বস্ত করে রাশিয়ার দ্বিতীয় জয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
ভুটানকে বিধ্বস্ত করে রাশিয়ার দ্বিতীয় জয়

ভুটান কত গোল হজম করবে? ম্যাচ শুরুর আগে তা নিয়েই জল্পনাকল্পনা বেশি। কেননা শক্তিমত্তায় রাশিয়ার চেয়ে যোজন যোজন পিছিয়ে তারা।

খেলাতেও এর প্রতিফলন ঘটলো। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, নেপালের পর রাশিয়ার কাছেও পাত্তা পেল না ভুটান। তাদের ৯-১ গোলে বিধ্বস্ত করে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় রুশ মেয়েরা। দলটির হয়ে হ্যাটট্রিক করেন আনাস্তাসিয়া চেরনুসোভা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হতেই হানা দেয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ম্যাচের বেশ খানিকটা জুড়েই চলতে থাকে রোদ-বৃষ্টির লুকোচুরি। রেফারির বাঁশি বাজার শুরু থেকেই ভুটানকে চেপে ধরে রাশিয়া। তবে গোলের তালা ভাঙতে অপেক্ষা করতে ১২ মিনিট পর্যন্ত। আনাস্তাসিয়া কারাতায়েভার বাড়ানো বল থেকে দারুণ এক শটে জালের ঠিকানা খুঁজে নেন আনাস্তাসিয়া চেরনুসোভা। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রুশ অধিনায়ক এলিনা গোলিক।

৩৭ মিনিটে ডি বক্সের কিছুটা দূর থেকে জোরালো শট নেন কারাতায়েভা। ভুটান গোলরক্ষক দিকশা রায় তা থামানোর চেষ্টা করলেও তার দুই পায়ের ফাঁক দিয়ে বল আশ্রয় নেয় জালে।

প্রথমার্ধের যোগ করা সময়ে নান্দনিক এক গোল করেন এসেনিয়া কাদিন্তসেভা। থ্রোয়িং থেকে বল পেয়ে একজনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। সেখানে আরও এক ফুটবলারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই রুশ।

বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে দেখা মিলে চার গোলের। ৪৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন চেরনুসোভা। এর মিনিট দুয়েক পরই হ্যাটট্রিকের স্বাদ পান তিনি। সোফিয়া গোলোভিনার শট পোস্টে লেগে ফিরে আসলেও ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন চেরনুসোভা। ৪৯ মিনিটে অবশ্য ভুটানকে একটি গোল উপহার দেয় রাশিয়া। গোলরক্ষককে ব্যাকপাস দিতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন রুশ ডিফেন্ডার কিরা নাজিমোভা।

৫০ মিনিটে  দারুণ ভলিতে  ভুটান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান সোফিয়া গোলভিয়ান। এর ১০ মিনিট পর ডি বক্সের কয়েক গজ দূর থেকে নেওয়া শটে রাশিয়ার হয়ে অষ্টম গোলটি করেন এসেনিয়া। ম্যাচের ৬৬ মিনিটে মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সোলো রান’ নিয়ে  ডি বক্সে চলে যান পোলিনা বোগাদানোভা। এরপর কোনাকুনি শটে নিখুঁত এক গোল করেন তিনি। বাকিটা সময় ভুটানের ওপর চাপ সৃষ্টি করলেও গোল আদায় করতে পারেনি রাশিয়া। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে হারায় স্বাগতিক বাংলাদেশকে। পরপর তিন ম্যাচে হারের পাশাপাশি ২২ গোল খেয়ে তলানিতে ভুটান।

এদিকে দিনের অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩ 
এএইচএস    
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।