ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ফুটবল

হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্ত শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্ত শুরু

কয়েকদিন আগেই মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

আজ নতেহর প্রসিকিউশন অফিসের এক কমর্কতা বিষয়টি জানান।

বেশ কয়েকদিন আগে ফরাসি সংবাদপত্র ‘লু পারিজিয়াঁ’ এই তদন্তের ব্যাপারে প্রথম খবর প্রকাশ করে। তাদের সেই প্রতিবেদনে বলা হয়, গত রোববার ২৪ বছর বয়সী এক নারী পুলিশের কাছে অভিযোগ করে যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এরপরই তদন্ত শুরু হয়।

বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হাকিমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে রয়টর্স। কিন্তু তাকে পাওয়া যায়নি। একইভাবে তার ক্লাব পিএসজির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। যদিও হাকিমির আইনজীবী দাবি করেন যে, ধর্ষণের অভিযোগ মিথ্যা এবং বিষয়টি খোলাসা করতে হাকিমি কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন।

হাকিমি এখন পুলিশের নজরদারিতে আছেন। ‘ধর্ষনের শিকার’ নারীর সঙ্গে কোনোরকম যোগাযোগও করতে পারবেন না তিনি, জানিয়েছে প্রসিকিউশন অফিসের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।