ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ

সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ (৯ ফেব্রুয়ারি) নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিলেন তারা।

ঐ ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই একাদশ নিয়েই আজ মাঠে নামছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

রাউন্ড রবিন লিগে বাংলাদেশ তিন ম্যাচ খেলেছিল। প্রথম দুই ম্যাচে একই একাদশ ছিল। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে দুটি পরিবর্তন এনেছিলেন ছোটন।

সোহাগী কিসকু ও মাহফুজা দুই জনের পরিবর্তে উন্নতি খাতুন ও আইরিনকে একাদশে জায়গা দিয়েছিলেন। ফাইনালে সোহাগী ও মাহফুজাকে ফিরিয়ে এনেছেন ছোটন।

বাংলাদেশের একাদশ:

রুপনা চাকমা (গোলরক্ষক), শামসুন্নাহার (অধিনায়ক), আকলিমা, আফিদা, নাসরীন, সুরমা, স্বপ্না রাণী, রিপা, ইতি, সোহাগী ও মাহফুজা।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।