ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

আলভেসের গ্রেফতারের খবরে হতবাক জাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
আলভেসের গ্রেফতারের খবরে হতবাক জাভি

সম্প্রতি যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস কারাগারে রয়েছেন। সেখানে খারাপ সময় কাটছে তার।

বার্সেলোনার বর্তমান কোচ ও সাবেক খেলোয়াড় জাভি হেরনান্দেস দীর্ঘদিন এই ব্রাজিলিয়ানের সঙ্গে মাঠ মাতিয়েছেন। তাইতো এই খবর অবাক করেছে তাকে।

সতীর্থের জন্য খুব খারাপ লাগছে বলেও জানিয়েছেন জাভি। তিনি বলেন, ‘দানিকে (আলভেস) নিয়ে বললে, তার জন্য আমার খারাপ লাগছে। দানি যেমন মানুষ এবং যখন আমাদের সঙ্গে ছিল তখন সে যেমন ছিল, সেই সময়ের কথা ভেবে আমি অবাক হয়েছি। ’

আলভেসের এই গ্রেফতার হওয়ার খবর হতবাক করেছে জাভিকে। বার্সেলোনা কোচ বলেন, ‘এমন পরিস্থিতিতে মন্তব্য করা কঠিন। আমি বিস্মিত, হতবাক হয়ে গেছি। এটি এখন ন্যায় বিচারের বিষয়। ’

এর আগে শুক্রবার বার্সেলোনার একটি নাইট ক্লাবে একজন নারীকে যৌন হয়রানি করার অভিযোগ গ্রেফতার করা হয় আলভেসকে। এই ঘটনার পর তার ক্লাব পুমাসও চুক্তি বাতিল করে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।