ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

ক্রিস্টাল প্যালেস থেকে ধারে গোলরক্ষক আনল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
ক্রিস্টাল প্যালেস থেকে ধারে গোলরক্ষক আনল ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেস থেকে ধারে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড। চলতি মৌসুমের বাকি অংশের জন্য এই গোলরক্ষককে দলে ভেড়ায় রেড ডেভিলসরা।

এর আগে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ইউনাইটেডের হয়ে গোলবার রক্ষার কাজে নিয়োজিত ছিলেন মার্তিন দুবব্রাউকা। তার চুক্তির মেয়াদ আগেভাগেই শেষ হওয়ায় রিজার্ভ গোলরক্ষক হিসেবে বাটল্যান্ডকে দলে টানলেন এরিক টান হাগ।

বাটল্যান্ড এই পর্যন্ত প্রিমিয়ার লিগে খেলেছেন ৮৭টি ম্যাচ। ২০২০ সাল থেকে ক্রিস্টাল প্যালেসে খেলে আসা এই গোলরক্ষক ছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডেও। তবে মাঠা নামা হয়নি তার।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।