ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঢাকা লিট ফেস্টে থাকছেন সাফজয়ী নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
ঢাকা লিট ফেস্টে থাকছেন সাফজয়ী নারী ফুটবলাররা

তিন বছর পর আয়োজিত হতে যাচ্ছে বিশ্ব-সাহিত্য-সংস্কৃতি নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা লিট ফেস্ট। করোনা ভাইরাসের প্রকোপের কারণে এই আয়োজন বন্ধ ছিল।

আজ (৫ জানুয়ারি) থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে ঢাকা লিট ফেস্ট। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।

ঢাকা লিট ফেস্টের ১০ম আসরে থাকছেন সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ দলের ছয় ফুটবলার। তারা হলেন অধিনায়ক সাবিনা খাতুন, মিডফিল্ডার মারিয়া মান্ডা, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা, গোলরক্ষক রুপনা চাকমা, ডিফেন্ডার আঁখি খাতুন ও ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকার।

আগামীকাল (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উই আর দ্য চ্যাম্পিয়নস শীর্ষক আয়োজনে অংশ নেবেন সাফজয়ীরা। বাংলা একাডেমির একটি চত্বরে হাজির হবেন তারা। সাফজয়ী ছয় ফুটবলার ছাড়াও থাকবেন জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ মাহমুদা আক্তার এবং বাফুফে নির্বাহী কমিটির সদস্য ও ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণ।

লিট ফেস্ট নিয়ে দলের কোচ ছোটন বাংলানিউজকে বলেন, ‘এর আগে কখনো লিট ফেস্টে যাইনি। এবারই প্রথম যাচ্ছি। ভিন্ন রকম এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। ’

গত বছর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা। পুরো টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস লিখে দেশে ফেরার পর তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়।  

এবারের লিট ফেস্টের বড় আকর্ষণ ২০২১ সালে নোবেল জয়ী সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ। আই অন দ্য বল নামে একটি সেশনে বক্তব্য রাখবেন কিংবদন্তি ক্রিকেটার গর্ডন গ্রিনিজ, জহির আব্বাস, হ্যামিল্ট মাসাকাদজা ও বাংলাদেশের ইউসুফ বাবু। এছাড়া, ২০২২ সালের বুকারজয়ী দুই কথাশিল্পী গীতাঞ্জলী শ্রী (আন্তর্জাতিক ক্যাটাগরি) ও শেহান কারুনাতিলাকাও আসবেন। আরও থাকবেন পুলিৎজার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন বা পিন্টার, প্রিক্স মেডিসিস, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালার্ট মেডেল, ওয়াটারস্টোন চিল্ড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ডসহ অন্যান্য খ্যাতিসম্পন্ন পুরস্কারজয়ীরাও।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।